এইচএসসি ২০২৩ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

নিচের উদ্দীপকটি পড়ে ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিক্ষক পৃথিবীর স্তর নিয়ে আলোচনায় একটি স্তরের কথা বিশেষভাবে উল্লেখ করে বললেন, স্তরটি না থাকলে পৃথিবী শূন্যতায় পর্যবসিত হয়।

৭১. উল্লেখিত স্তরের বৈশিষ্ট্য হলো—

i. এটি একটি গ্যাসীয় আবরণ

ii. এটির বর্ণ, গন্ধ ও আকার নেই

iii. এটি খালি চোখে দেখা যায় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. বায়ুমণ্ডলে O2 ও N কত শতাংশ দখল করে আছে?

ক. ৯৬ শতাংশ খ. ৯৭ শতাংশ

গ. ৯৮ শতাংশ ঘ. ৯৯ শতাংশ

৭৩. বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হলো—

i. আর্গন ও হিলিয়াম

ii. ক্রিপ্টন ও জেনন

iii. অক্সিজেন ও নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. ট্রপোপজের গভীরতা কত?

ক. ১.৪ কি.মি. খ. ১.৫ কি.মি.

গ. ১.৮ কি.মি. ঘ. ১.৯ কি.মি.

৭৫. বায়ুমণ্ডলে তিন-চতুর্থাংশ কীভাবে গঠিত?

ক. নাইট্রোজেন দ্বারা

খ. হাইড্রোজেন দ্বারা

গ. অক্সিজেন দ্বারা

ঘ. কার্বন ডাই–অক্সাইড দ্বারা

৭৬. ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি?

ক. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি

খ. বেতার তরঙ্গের প্রতিফলন

গ. অতিবেগুনি রশ্মি শোষণ

ঘ. উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপের হ্রাস

৭৭. দ্রুতগামী জেটবিমান চলাচল করে কোন স্তরে?

ক. ট্রপোপজ স্তরে

খ. ট্রপোস্ফিয়ার স্তরে

গ. মেসোস্ফিয়ার স্তরে

ঘ. স্ট্রাটোস্ফিয়ার স্তরে

৭৮. বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান তাপ শোষণে পারদর্শী?

ক. কার্বন ডাই-অক্সাইড খ. জেনন

খ. আর্গন ঘ. অক্সিজেন

৭৯. বায়ুমণ্ডলে কোন স্তরের জন্য বিপজ্জনক এক্স–রে রশ্মির হাত থেকে পৃথিবী রক্ষা পায়?

ক.আয়নোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার

গ. মেসোস্ফিয়ার ঘ. স্ট্রাটোস্ফিয়ার

৮০. সুমেরু ও কুমেরু অঞ্চলে রাতের আকাশে ‘আলোক জ্যোতি’ দেখা যায় কোন স্তরের কারণে?

ক. আয়নোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার

গ. মেসোস্ফিয়ার ঘ. স্ট্রাটোস্ফিয়ার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.ঘ ৭২.ঘ ৭৩.ক ৭৪.খ ৭৫.ক ৭৬.ঘ ৭৭.ক ৭৮.ক ৭৯.ক ৮০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা