১. অর্থনৈতিক উন্নয়নের ফলে কোনটি ক্রমাগত বৃদ্ধি পায়?
ক. জাতীয় আয়
খ. সঞ্চয়
গ. মাথাপিছু আয়
ঘ. রেমিট্যান্স
২. অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে কোন বিষয়টি বুঝতে হবে?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. অর্থনৈতিক কাঠামো
ঘ. অর্থনীতির দিকনির্দেশনা
৩. একটি দেশের সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি দ্বারা কোনটি প্রকাশ পায়?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. অর্থনৈতিক পরিবর্তন
ঘ. অর্থনীতির কাঠামো
৪. মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারা নিচের কোনটি পরিমাপ করা হয়?
ক. অর্থনৈতিক উন্নয়ন
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. জনসংখ্যা বৃদ্ধির হার
ঘ. জাতীয় আয়
৫. অর্থনৈতিক উন্নয়নের ফলে ঘটে থাকে অনুধাবন—
i. মাথাপিছু আয় বৃদ্ধি
ii. বিনিয়োগ বৃদ্ধি
iii. দ্রব্যের মূল্যবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. উন্নয়ন বলতে বোঝায়—
i অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন
ii. প্রবৃদ্ধি বৃদ্ধি
iii. সার্বিক মানোন্নয়ন
নিচের কোন সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. উন্নত দেশে কোনটি গঠন বিশেষ নজর রাখে?
ক. দক্ষ জনশক্তি
খ. উন্নত প্রযুক্তি
গ. উন্নত পরিবর্তন
ঘ. উন্নত অবকাঠামো
৮. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কী?
ক. কারিগরি জ্ঞান
খ. রাজনৈতিক স্থিতিশীলতা
গ. দক্ষ প্রশাসন
ঘ. দক্ষ জনশক্তি
৯. কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য?
ক. জনসংখ্যাধিক্য
খ. অধিক জনশক্তি
গ. দক্ষ প্রশাসন
ঘ. কৃষি ও শিল্পের ক্রম উন্নয়ন
১০. কীভাবে দক্ষ জনশক্তি তৈরি হয়?
ক. জনসংখ্যা বিদেশে পাঠিয়ে
খ. প্রশিক্ষণের মাধ্যমে
গ. সংস্কৃতির মাধ্যমে
ঘ. বেকারত্ব হ্রাস করে
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.খ ৯.গ ১০.খ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা