১. বিধেয়ক কী?
ক. পদের নাম খ. উদ্দেশ্যের নাম
গ. বিধেয়র নাম ঘ. সম্পর্কের নাম
২. যুক্তিবিদ পরফিরির মতে, বিধেয়ক কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩. কে প্রথম উদ্দেশ্য ও বিধেয়র মধ্যকার সম্পর্ককে বিধেয়ক নামে প্রকাশ করেন?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. অ্যারিস্টটল ঘ. পরফিরি
৪. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। এখানে তাঁর জন্মতারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ?
ক. ব্যক্তিগত অবিচ্ছেদ্য
খ. ব্যক্তিগত বিচ্ছেদ্য
গ. শ্রেণিগত বিচ্ছেদ্য
ঘ. শ্রেণিগত অবিচ্ছেদ্য
৫. যুক্তিবিদ পরফিরি কীভাবে জাতি ও উপজাতিবাচক পদের শ্রেণিবিন্যাস করেন?
ক. বর্ণনার মাধ্যমে
খ. ছকের মাধ্যমে
গ. লেখচিত্রের মাধ্যমে
ঘ. নামকরণের মাধ্যমে
৬. বিধেয়ক বিষয়টি নিয়ে প্রথম চিন্তাভাবনা করেন কে?
ক. সক্রেটিস খ. অ্যারিস্টটল
গ. হেনরি ঘ. জন মিল
৭. কোনো উপজাতির নিকটবর্তী জাতিকে কী বলে?
ক. আসন্নতম উপজাতি
খ. পরমতম জাতি
গ. আসন্নতম জাতি
ঘ. মধ্যবর্তী জাতি
৮. জাতি ও উপজাতির সঠিক উদাহরণ কোনটি?
ক. জীব ও বৃক্ষ খ. জীব ও মানুষ
গ. মানুষ ও পাখি ঘ. পশু ও পাখি
৯. ‘বিচারশক্তি’ গুণটি দ্বারা মানুষ পদের কী বোঝায়?
ক. লক্ষণ খ. উপলক্ষণ
গ. অবান্তর লক্ষণ ঘ. অবিচ্ছেদ্য লক্ষণ
১০. ‘বুদ্ধিবৃত্তি’ গুণটি দ্বারা মানুষ পদের কী বোঝায়?
ক. লক্ষণ খ. উপলক্ষণ
গ. অবান্তর লক্ষণ ঘ. বিচ্ছেদ্য লক্ষণ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ঘ ২.ঘ ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.গ ৮.খ ৯.খ ১০.ক
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা