১. যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
২. ‘Dichotomy’ শব্দের অর্থ কী?
ক. দুই ভাগে ভাগ করা
খ. তিন ভাগে ভাগ করা
গ. অবিভক্ত রাখা
ঘ. চার ভাগে ভাগ করা
৩. একটি লেবুকে স্বাদ, রং, গন্ধ, আকার ইত্যাদিতে বিভাজন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে?
ক. গুণগত বিভাগ খ. অঙ্গগত বিভাগ
গ. অব্যাপক বিভাগ ঘ. অতিব্যাপক বিভাগ
৪. বিভাগের দ্বিতীয় নিয়ম অমান্য করলে নিচের কোন ত্রুটির উদ্ভব ঘটে?
ক. অঙ্গগত বিভাগ
খ. সংকর বিভাগ
গ. অতিব্যাপক বিভাগ
ঘ. পরস্পরাঙ্গী বিভাগ
৫. কোনটি বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত?
ক. যৌক্তিক বিভাগ খ. দ্বিকোটিক বিভাগ
গ. যৌক্তিক সংজ্ঞা ঘ. বৈজ্ঞানিক আরোহ
৬. গায়ের রঙের ভিত্তিতে মানুষকে ‘সাদা মানুষ’ ও ‘কালো মানুষ’ ভাগ করলে যে অনুপপত্তি ঘটে, তার নাম কী?
ক. সংকর বিভাগ অনুপপত্তি
খ. গুণগত বিভাগ অনুপপত্তি
গ. অব্যাপক বিভাগ অনুপপত্তি
ঘ. অতিব্যাপক বিভাগ অনুপপত্তি
৭. ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু—এ দুই ভাগে ভাগ করলে কোন ধরনের ভ্রান্ত বিভাগের সৃষ্টি হবে?
ক. অব্যাপক বিভাগ খ. সংকর বিভাগ
গ. অঙ্গগত বিভাগ ঘ. গুণগত বিভাগ
৮. যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া?
ক. লৌকিক খ. মানসিক
গ. সামাজিক ঘ. বৈজ্ঞানিক
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৭.ক ৮.খ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা