৮১. প্রশ্ন: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়িয়া তুলব।
উত্তর: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলিব।
৮২. প্রশ্ন: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করিতে হইয়াছিল।
উত্তর: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করতে হয়েছিল।
৮৩. প্রশ্ন: আমাদের ছোট খোকা এখন ঘুমাইতেছেন।
উত্তর: আমাদের ছোট খোকা এখন ঘুমোচ্ছেন।
৮৪. প্রশ্ন: আমরা বাংলাদেশে জন্মিয়াছি।
উত্তর: আমরা বাংলাদেশে জন্মেছি।
৮৫. প্রশ্ন: ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের রহিয়াছে নিজ নিজ ভাষা।
উত্তর: ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের রয়েছে নিজ নিজ ভাষা।
৮৬. প্রশ্ন: আমরা বড়দের শ্রদ্ধা করিব।
উত্তর: আমরা বড়দের শ্রদ্ধা করব।
৮৭. প্রশ্ন: কৃষক ফসল ফলাইবেন।
উত্তর: কৃষক ফসল ফলাবেন।
৮৮. প্রশ্ন: ঐশী আমার মনের কথা বলিয়াছে।
উত্তর: ঐশী আমার মনের কথা বলেছে।
৮৯. প্রশ্ন: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়াইয়া যায়।
উত্তর: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়িয়ে যায়।
৯০. প্রশ্ন: পাখির সুর আমাদের মুগ্ধ করিয়া তোলে।
উত্তর: পাখির সুর আমাদের মুগ্ধ করে তোলে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা