১০১. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেন্টারাই খ. ক্যাসিওপিয়া
গ. কালপুরুষ ঘ. সূর্য
চিত্রটি দেখে ১০২ ও ১০৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১০২. বিষুবরেখা কোনটি?
ক. ০° খ. ২৩° উত্তর
গ. ৯০° উত্তর ঘ. ৯০° দক্ষিণ
১০৩. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ কী বলে?
ক. সুমেরুবৃত্ত খ. কুমেরুবৃত্ত
গ. মকরক্রান্তি ঘ. কর্কটক্রান্তি
১০৪. কোনো গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. উল্কা খ. উপগ্রহ
গ. ছায়াপথ ঘ. ধূমকেতু
১০৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক. মঙ্গল খ. বৃহস্পতি
গ. নেপচুন ঘ. ইউরেনাস
১০৬. কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে?
ক. মঙ্গল খ. বৃহস্পতি
গ. শনি ঘ. ইউরেনাস
১০৭. শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কত?
ক. ৪২টি খ. ৫২টি
গ. ৬২টি ঘ. ৭৪টি
১০৮. ‘মহাবিষুব’ বলা হয় কোন দিনটিকে?
ক. ২১ মার্চ
খ. ২২ জুন
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২৩ ডিসেম্বর
১০৯. বেরিং প্রণালিতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে নেওয়া হয়েছে?
ক. ১২° খ. ২১°
গ. ২৩° ঘ. ২৭°
১১০. সৌরজগতে তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
ক. শনি খ. বৃহস্পতি
গ. পৃথিবী ঘ. ইউরেনাস
সঠিক উত্তর
অধ্যায় ২: ১০১.ঘ ১০২.ক ১০৩.গ ১০৪.গ ১০৫.খ ১০৬.খ ১০৭.গ ১০৮.ক ১০৯.ক ১১০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা