দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. ‘প্লেইটলেট’ শব্দের অর্থ কী?

ক. লোহিত রক্তকণিকা

খ. শ্বেত রক্তকণিকা

গ. অণুচক্রিকা

ঘ. প্লাজমা

২২. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

ক. ২.৫ লক্ষ খ. ৩ লক্ষ

গ. ৪ লক্ষ ঘ. ৫ লক্ষ

২৩. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে শ্বেতকণিকার সংখ্যা কত?

ক. ৪,০০০-১০,০০০

খ. ৫,০০০-১০,০০০

গ. ৬,০০০-১০,০০০

ঘ. ৭,০০০-১০,০০০

২৪. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?

ক. পলিসাইথিমিয়া

খ. অ্যানিমিয়া

গ. লিউকেমিয়া

ঘ. লিউকোসাইটোসিস

২৫. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পায়?

ক. অ্যানিমিয়া

খ. পলিসাইথিমিয়া

গ. লিউকেমিয়া

ঘ. লিউকোসাইটোসিস

২৬. ‘থ্যালাসিমিয়া’ হলে রোগীকে কত মাস পরপর রক্ত দিতে হয়?

ক. ৩ মাস খ. ৪ মাস

গ. ৫ মাস ঘ. ৬ মাস

২৭. ‘ব্লাড ক্যানসারের’ অপর নাম কী?

ক. লিউকেমিয়া

খ. পলিসাইথিমিয়া

গ. অ্যানিমিয়া

ঘ. লিউকোসাইটোসিস

২৮. কী হলে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?

ক. অ্যানিমিয়া

খ. লিউকেমিয়া

গ. পলিসাইথিমিয়া

ঘ. লিউকোসাইটোসিস

২৯. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?

ক. পারপুরা

খ. থ্রম্বোসিস

গ. থ্যালাসিমিয়া

ঘ. থ্রম্বোসাইটোসিস

৩০. ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কী অবস্থার সৃষ্টি হয়?

ক. লিউকোসাইটোসিস

খ. পারপুরা

গ. থ্যালাসিমিয়া

ঘ. থ্রম্বোসাইটোসিস

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা