অর্থনীতি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

৩২. ব্যবসায়ের উদ্দেশ্য ও প্রকৃতি নির্ধারণের পরবর্তী স্তর কোনটি?

ক. কার্যাবলির বিভাগ খ. কর্তব্য বণ্টন

গ. কর্তৃত্ব ও ভার বণ্টন ঘ. কার্যাবলি নির্ধারণ

৩৩. ব্যবসায়িক উদ্দেশ্য উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে কী বলে?

ক. শ্রম খ. বিনিয়োগ

গ. উৎপাদন ঘ. সংগঠন

৩৪. অর্থনীতিতে সংগঠনের অর্থ কী?

ক. বাজার নিয়ন্ত্রণ

খ. বাজারজাতকরণ

গ. উপকরণগুলোর একত্রীকরণ ও সেগুলোর মধ্যে সমন্বয়সাধন

ঘ. সুদক্ষ শ্রমিক নিয়োগ

৩৫. কোনটি একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য?

ক. প্রচারবিমুখ খ. মূল্য বেশি রাখা

গ. কর্তব্য বণ্টন করা ঘ. মতানৈক্য হওয়া

৩৬. ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে দুটি ভিন্নমুখী প্রবাহ থাকলে সংগঠন কী হয়?

ক. সফল হয় খ. আন্তর্জাতিক মানের হয়

গ. দ্বন্দ্ব–সংঘাত হয় ঘ. ক্ষতির সম্মুখীন হয়

৩৭. কারখানার কর্মীকে কোনটির অধিকার

দিতে হয়?

ক. যখন–তখন কাজ করার

খ. স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে কাজ করার

গ. ক্ষমতা প্রদানের

ঘ. যখন–তখন ছুটি নেওয়ার

৩৮. ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ভরশীল–

i. শিল্পের প্রকৃতির ওপর

ii. সংগঠনের আয়তনের ওপর

iii. শ্রমিকের দক্ষতার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. প্রকৃতপক্ষে সংগঠন ছাড়া প্রায় অসম্ভব—

i. উৎপাদন

ii. ব্যবসায় নিয়ন্ত্রণ

iii. ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. সাংগঠনিক কাঠামোর কাজ হলো—

i. সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা

ii. লক্ষ্য অর্জন করা

iii. প্রয়োজনীয় রূপরেখা তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১. ব্যবসায়ের কার্যাবলি বিশ্লেষণের জন্য প্রয়োজন পড়ে—

i. হিসাবরক্ষণের

ii. ব্যবস্থাপনার

iii. পণ্য মজুতের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. একটি ভালো সংগঠনের যে প্রবণতা থাকা আবশ্যক তা হলো—

i. উদ্দেশ্য নির্ধারণ

ii. কার্যাবলি নির্ধারণ

iii. পণ্য মজুতের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. ব্যবসায়ের ভিত্তি কী?

ক. সংগঠন খ. শ্রমিকনেতা

গ. উৎপাদক ঘ. হিসাবরক্ষক

৪৪. উৎপাদন ব্যবস্থায় কয়টি উপকরণের যৌথ অংশগ্রহণ জরুরি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ঘ ৪১.ঘ ৪২.ঘ ৪৩.ক ৪৪.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]