তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১৩১. স্বল্প খরচে ও দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি?

ক. ইভিএম খ. ইএমআর

গ. এমটিসি ঘ. ই–এমটিএস

১৩২. দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর পদ্ধতিকে কী বলে?

ক. ATM সেবা গ. ই-সার্ভিস

গ. ই-এমটিএস ঘ. কুরিয়ার সার্ভিস

১৩৩. ই–এমটিএসের পূর্ণ রূপ কোনটি?

ক. ইজি মানি ট্রান্সফার সিস্টেম

খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম

গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম

ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৪ থেকে ১৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ই-এমটিএস টাকা পাঠানোর একটি সহজ ও আধুনিক ডিজিটাল পদ্ধতি।

১৩৪. এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?

ক. ৫ হাজার খ. ১০ হাজার

গ. ৪০ হাজার ঘ. ৫০ হাজার

১৩৫. পদ্ধতিটি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়—

i. ধীরগতি

ii. নিরাপত্তা

iii. কম খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৬. এ পদ্ধতিতে টাকা পাঠাতে কত সময় লাগে?

ক. ১ সেকেন্ড খ. ১ মিনিট

গ. ৫ মিনিট ঘ. ১ ঘণ্টা

১৩৭. আইবিএম কোম্পানি তৈরি করে—

i. ডিফারেন্স ইঞ্জিন

ii. মেইনফ্রেম কম্পিউটার

iii. মাইক্রোপ্রসেসর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৮. জেলা প্রশাসকের কার্যালয়ে সব সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে?

ক. ডিজিটাল সেবা কেন্দ্র

খ. ই-প্রশাসন কেন্দ্র

গ. ই-সেবা কেন্দ্র

ঘ. ই-কমার্স সেবা

১৩৯. ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা হচ্ছে—

i. মানবসম্পদ উন্নয়ন

ii. জনগণের সম্পৃক্ততা

iii. সিভিল সার্ভিস ও তথ্যপ্রযুক্তির ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪০. অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার—

i. ইন্টারনেট

ii. কম্পিউটার বা মুঠোফোন

iii. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৩১.ঘ ১৩২.গ ১৩৩.ঘ ১৩৪.ঘ ১৩৫.গ ১৩৬.খ ১৩৭.গ ১৩৮.গ ১৩৯.ঘ ১৪০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা