বহুনির্বাচনি প্রশ্ন (১-১৩) : অধ্যায় ২ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

১. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের শতকরা কত ভাগ কৃষি খাত থেকে আসে?

ক. প্রায় ১১.২০% খ. প্রায় ১৪.৩০%

গ. প্রায় ১৬.৫০% ঘ. প্রায় ২১.২০%

২. বাংলাদেশ সরকার কত সালে ‘বননীতি’ ঘোষণা করেছে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৮ সালে

গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৮ সালে

৩. বাংলাদেশ সরকার কত সালে ‘জাতীয় পরিবেশ নীতি’ ঘোষণা করেছে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৯২ সালে

গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৮ সালে

৪. সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা হয় কত সালে?

ক. ১৯৬৭ খ. ১৯৬৮

গ. ১৯৬৯ ঘ. ১৯৭০

৫. মাশরুমের উৎপাদন কখন হয়?

ক. সারা বছর খ. বর্ষাকালে

গ. শীতকালে ঘ. গরমকালে

৬. সেচের পানির উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৭. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

ক. কৃষি খ. রেমিট্যান্স

গ. চামড়া ঘ. গার্মেন্টস

৮. মধ্যমেয়াদি কৃষি ঋণের সময়কাল কত দিন?

ক. ১-৩ বছর খ. ১-৪ বছর

গ. ১-৫ বছর ঘ. ১-৬ বছর

৯. সবচেয়ে বেশি মাশরুমের চাষ হয় কোন দেশে?

ক. চীন খ. ভারত

গ. ইতালি ঘ. জাপান

১০. মালিকানার ভিত্তিতে কৃষিখামার কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১১. যুক্তরাষ্ট্রে আদর্শ খামারের আয়তন কত?

ক. ১২০ একর খ. ১৩০ একর

গ. ১৪০ একর ঘ. ১৫০ একর

১২. BADC–এর পূর্ণ রূপ কী?

ক. Bangladesh Agriculture Development Corporation.

খ. Bangladesh Agriculture Development Cost.

গ. Bangladesh Agriculture Departmental Cost.

ঘ. Bangladesh Agriculture Department Corporation.

১৩. একই জমিতে পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে কী বলে?

ক. কৃষি বিপণন খ. কৃষিজোত

গ. শস্য বহুমুখীকরণ ঘ. নার্সারি

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ ১১.ঘ ১২.ক ১৩.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

[পরবর্তী দিনের লেখা]