এসএসসি পরীক্ষা ২০২৩ - প্রধান শিক্ষকের পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, তোমরা তো সারাবছর পড়াশোনা করেছো, ভালো প্রস্তুতি নিয়েছো। তাই তোমাদের পরীক্ষা ভালো হবেই।
মনে রাখবে আগে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল অংশ প্রশ্নে উল্লিখিত সময় অনুসারে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
প্রশ্ন হাতে পেয়ে মনযোগ দিয়ে পুরো প্রশ্নটা একবার ভালোভাবে পড়ে নেবে, তারপর সবচেয়ে ভালো জানা প্রশ্নটা দিয়েই উত্তর শুরু করবে। প্রশ্ন পড়ে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। মনে সাহস রাখতে হবে। দেখবে সব প্রশ্ন তোমার পড়ার ভেতর থেকেই এসেছে। প্রশ্ন পড়ে অনেক সহজ মনে হলেও সর্বোচ্চ ধৈর্য্য রেখে ধীরস্থির হয়ে উত্তর লেখা শুরু করতে হবে।
সময়ের প্রতি খেয়াল রাখতে হবে এবং সবগুলো উত্তর করার চেষ্টা করতে হবে। অতিরিক্ত উত্তপত্র নিলে মূল খাতার সঙ্গে সংযোজন করতে ভুলবে না। পরীক্ষা শেষে রিভিশনের জন্য অবশ্যই কিছু সময় হাতে রাখা উচিত।
অনুপম দাশ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম