সংক্ষেপে জেনে রাখি - ইনিয়াক, আয়ের ধরন, ভারসাম্য দাম, প্রথম ইন্টারনেট

ইনিয়াক

ইনিয়াক-এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। এটি ছিল একটি বৃহদাকার কম্পিউটার। ইনিয়াক হচ্ছে প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার, যাতে প্রথমবারের মতো প্রোগ্রাম প্রবেশ করানোর ব্যবস্থা ছিল। এর পর থেকেই শুরু হয় ডিজিটাল কম্পিউটার প্রজন্ম ।

আয়ের ধরন

উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তাকে আয় বলে। শ্রমের বিনিময়ে প্রাপ্ত আয়কে মজুরি বলে। রাষ্ট্র জমি থেকে যে আয় করে, তা হলো খাজনা। উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন, সেটিকে মুনাফা বলা হয়।

ভারসাম্য দাম

ক্রেতা–বিক্রেতার দর–কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়–বিক্রয় হয়, যেখানে চাহিদা ও জোগান পরস্পর সমান। যে দামে দ্রব্যটির চাহিদা ও জোগান সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে।

প্রথম ইন্টারনেট

আরপানেটের মাধ্যমেই প্রথম ইন্টারনেটের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেেলসের ল্যাবরেটরিতে আরপানেটের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় প্রথম কম্পিউটার যোগাযোগব্যবস্থা স্থাপিত হয়।