নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছদ ৮

২১. বাংলা ভাষায় ‘ঞ’–এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

২২. স্বতন্ত্র ব্যবহারে ‘ঞ’–এর উচ্চারণ কীরূপ?

ক. ন খ. ও

গ. অঁ ঘ. অ

২৩. সংযুক্ত ব্যঞ্জনে ‘ঞ’–এর উচ্চারণ কীরূপ?

ক. ন খ. ন্​

গ. অঁ ঘ. অ্​

২৪. শব্দের আদিতে ব–ফলার উচ্চারণ কেমন হয়?

ক. উচ্চারণ হয় না

খ. উচ্চারণ বজায় থাকে

গ. যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়

ঘ. সব কটিই ঠিক

২৫. শব্দের মধ্যে ব–ফলার উচ্চারণ কেমন হয়?

ক. উচ্চারণ হয় না

খ. উচ্চারণ বজায় থাকে

গ. যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়

ঘ. কোনোটিই ঠিক নয়

২৬. ‘বিশ্বাস’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

ক. বিশবাস্​ খ. বিশ্​শাশ্​

গ. বিস্​শাশ্​ ঘ. বিশশাশ্​

২৭. শব্দের প্রথম বর্ণে ম–ফলা থাকলে ম–এর উচ্চারণ কার মতো?

ক. ম–এর মতো খ. মো–এর মতো

গ. অ–এর মতো ঘ. অঁ–এর মতো

২৮. ‘স্মরণ’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?

ক. সোরন খ. শরন্​

গ. শঁরোন্​ ঘ. শরোন্​

২৯. শব্দের মধ্যে ম–ফলার উচ্চারণ কেমন হয়?

ক. ম–ফলাযুক্ত বর্ণের দ্বিত্ব হয়

খ. ম–এর উচ্চারণ বজায় থাকে

গ. যুক্তবর্ণটির উচ্চারণ সামান্য অনুনাসিক হয়

ঘ. ক ও গ সঠিক

৩০. নিচের কোন শব্দে ম–ফলার উচ্চারণবৈশিষ্ট্য বজায় রয়েছে?

ক. পদ্ম খ. স্মরণ

গ. গুল্ম ঘ. আত্মীয়

সঠিক উত্তর

পরিচ্ছদ ৮: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.ঘ ৩০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা