পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. জীবনব্যাপী বিস্তার লাভ করে থাকে কোন রোগ?
ক. শারীরিক রোগ খ. বুদ্ধিবৃত্তিক রোগ
গ. মানসিক রোগ ঘ. মরণব্যাধি রোগ
২. মানবিক সমস্যাগুলোর পথে কিসের আন্তসম্পর্ক বিদ্যমান?
ক. সমাজকর্মের
খ. পৌরনীতি ও সুশাসনের
গ. মনোবিজ্ঞানের
ঘ. নৃবিজ্ঞানের
৩. স্কুল সমাজকর্ম চালু হয়েছিল—
i. শিক্ষার্থীর কর্মতৎপরতা বাড়ানোর লক্ষ্যে
ii. শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে
iii. অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়?
ক. পল্লি সমাজকর্ম
খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
ঘ. চিকিৎসা সমাজকর্ম
৫. আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে?
ক. আইনজীবীদের জন্য
খ. পুলিশদের জন্য
গ. অপরাধীদের জন্য
ঘ. মহিলা অপরাধীদের জন্য
৬. প্রবীণদের বাসস্থানগত নিরাপত্তা প্রদান করে কোন সমাজকর্ম?
ক. প্রবীণ কল্যাণ সমাজকর্ম
খ. বিদ্যালয় সমাজকর্ম
গ. ব্যক্তি সমাজকর্ম
ঘ. দল সমাজকর্ম
৭. কেবল ব্যক্তিবিশেষকে প্রভাবিত করে কোন সমাজকর্ম?
ক. সনাতন সমাজকর্ম
খ. আদিম সমাজকর্ম
গ. আধুনিক সমাজকর্ম
ঘ. ক্লিনিক্যাল সমাজকর্ম
৮. সক্ষম প্রবীণদের কী দেওয়ার ব্যবস্থা করেন সমাজকর্মীরা?
ক. খাদ্য খ. ওষুধ
গ. পথ্য ঘ. কাজ
৯. চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত কীভাবে কাজ করে থাকেন?
ক. এককভাবে
খ. ব্যক্তিগতভাবে
গ. দল গঠনের মাধ্যমে
ঘ. অগোছালোভাবে
১০. চিকিৎসা সমাজকর্মের সঙ্গে মানুষের কেমন রোগের সম্পর্ক আছে?
ক. জ্বর খ. ডায়াবেটিস
গ. মাথাব্যথা ঘ. শারীরিক ও মানসিক
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ক ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.ঘ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা