নবম শ্রেণির পড়াশোনা
৩১. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’—উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. আর এম ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল
ঘ. আলেকজান্ডার
৩২. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ
খ. সংগঠন
গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ
ঘ. রাষ্ট্রের বিভাগসমূহ
৩৩. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৩৪. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩৫. কোনটি একজন নাগরিকের গুণ?
ক. বিবেক খ. আনুগত্য
গ. কর প্রদান ঘ. ভোটদান
৩৬. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
ক. রাশিয়া খ. চীন
গ. ভারত ঘ. কানাডা
৩৭. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’—উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
i. মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা
ii. মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক
iii. রাষ্ট্র সৃষ্টির রূপরেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ও iii ঘ. i, ii ও iii
৩৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা প্রদান করা হয়েছে?
ক. ২৯ অনুচ্ছেদ খ. ৩৯ অনুচ্ছেদ
গ. ৪৯ অনচ্ছেদ ঘ. ৫২ অনুচ্ছেদ
৩৯. রাষ্ট্রের প্রতি জনগণের প্রধান দায়িত্ব —
i. শিক্ষাগ্রহণ
ii. আনুগত্য প্রকাশ
iii. সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪০. রাষ্ট্রের মৌলিক কর্তব্য কোনটি?
ক. আইন প্রবর্তন
খ. জনগণকে শিক্ষাদান
গ. স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
ঘ. জনগণের আর্থিক উন্নতি নিশ্চিত করা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা