অর্থনীতি ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ৵ কী?

ক. মুনাফা সর্বোচ্চকরণ

খ. উৎপাদন বৃদ্ধি

গ. সমাজ নিয়ন্ত্রণ

ঘ. বাজার নিয়ন্ত্রণ

৪২. ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?

ক. ৫ টি খ. ৩ টি

গ. ৪টি ঘ. ৫টি

৪৩. মুদ্রাস্ফীতি নেই কোন অর্থব্যবস্থায়?

ক. ইসলামি খ. মিশ্র

গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক

৪৪. সুযোগ ব্যয় কত প্রকার?

ক. ৫ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৪৫. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কে?

ক. আলফ্রেড মার্শাল

খ. ডেভিড রিকার্ডো

গ. এল রবিন্স

ঘ. অ্যাডাম স্মিথ

৪৬. সামষ্টিক অর্থনীতির জনক কে?

ক. পল এ স্যামুয়েলসন্স

খ. এল রবিন্স

গ. জন মেনার্ড কেইন্স

ঘ. আলফ্রেড মার্শাল

৪৭. ‘একটি জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস কিছুটা ত্যাগ করতে হয়’—এ ধারণাকে অর্থনীতিতে কী বলে?

ক. সুযোগ ব্যয়

খ. উৎপাদন সম্ভাবনা রেখা

গ. উৎপাদন রেখা

ঘ. দুষ্প্রাপ্যতা

৪৮. ‘Macro’ শব্দের অর্থ কী?

ক. সামষ্টিক খ. ব্যষ্টিক

গ. ক্ষুদ্র ঘ. বিচ্ছিন্ন

৪৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবক্তা কে?

ক. আলফ্রেড মার্শাল খ. ডেভিড রিকার্ডো

গ. এল রবিন্স ঘ. অ্যাডাম স্মিথ

৫০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় কোথায়?

ক. ইউরোপ খ. যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য ঘ. ইরাক

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.গ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা