জওহরলাল নেহরু, জে বি কৃপালনি, শরৎচন্দ্র বসু সহ অন্যান্যরা উডবার্ন পার্কে শরৎচন্দ্র বসুর বাড়িতে
জওহরলাল নেহরু, জে বি কৃপালনি, শরৎচন্দ্র বসু সহ অন্যান্যরা উডবার্ন পার্কে শরৎচন্দ্র বসুর বাড়িতে

সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস) | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-২২

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭, পর্ব-১৮, পর্ব-১৯, পর্ব-২০  ও পর্ব-২১) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

১. কত সালে দ্বিজাতিতত্ত্ব ঘোষণা করা হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৩ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৭ সালে
২. বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয়—
ক. ১৯০৫ সালে খ. ১৯৪৩ সালে
গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪৭ সালে
৩. ক্রিপস মিশন’ ভারতে আসে—
ক. ১৮৪৪ সালে খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪৩ সালে
৪. ভারতের সর্বশেষ বড়লাট ছিলেন—
ক. লর্ড অকল্যান্ড খ. লর্ড ওয়াভেল
গ. লর্ড কার্জন ঘ. লর্ড মাউন্টব্যাটেন
৫. বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব ছিল—
ক. স্বাধীনতার খ. দেশ বিভাগের
গ. অখণ্ড বাংলার ঘ. খণ্ডিত বাংলার
৬. ভারত ও পাকিস্তান জন্ম হয়—
ক. ১৯৪০ সালে খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
৭. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
ক. লর্ড কর্নওয়ালিশ খ. লর্ড কার্জন
গ. ওয়েলেসলি ঘ. ওয়ারেন হেস্টিংস
৮. কে লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন?
ক. এ কে ফজলুল হক খ. মুহাম্মদ আলী জিন্নাহ
গ. খাজা নাজিম উদ্দিন ঘ. খান বাহাদুর আহসান উল্লাহ
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা (বর্তমান মিয়ানমার) দখল করে নেয় কোন দেশ?
ক. তুরস্ক খ. জাপান
গ. ইতালি ঘ. জার্মানি
১০. ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল—
ক. হারিকেন খ. ধানছড়া
গ. নৌকা ঘ. আনারস

১১. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়—
ক.দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে খ. মুসলিম জাতিতত্ত্বের ভিত্তিতে
গ. জনসংখ্যাতত্ত্বের ভিত্তিতে ঘ. অর্থবৈষম্য–তত্ত্বের ভিত্তিতে
১২. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান ছিল কত মাইল?
ক. প্রায় ৫০০ মাইল খ. প্রায় ৭০০ মাইল
গ. প্রায় ১১০০ মাইল ঘ. প্রায় ১৫০০ মাইল
১৩. ভাষা আন্দোলনের সময় সমগ্র পাকিস্তানের উর্দুভাষীর সংখ্যা কত শতাংশ ছিল?
ক. ৫ শতাংশ খ. ৬ শতাংশ
গ. ৭ শতাংশ ঘ. ৮ শতাংশ
১৪. কত সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৪৯ সালে
১৫. মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন—
ক. ১৯৪৭ সালের ২১ মার্চ খ. ১৯৪৮ সালের ২১ মার্চ
গ. ১৯৪৯ সালের ২১ মার্চ ঘ. ১৯৫০ সালের ২১ মার্চ
১৬. ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়—
ক. করাচিতে খ. ঢাকায়
গ.দিল্লিতে ঘ. লন্ডনে
১৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি—
ক. শামসুল হক
খ. এ কে ফজলুল হক
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮. যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়—
ক. ১৯৩৭ সালে খ. ১৯৪৭ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৭ সালে
১৯. দেশভাগের পর প্রথম প্রাদেশিক নির্বাচন হয়—
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৮ সালে
২০. ১৯৫৪ সালে নির্বাচন যুক্তফ্রন্টে পাওয়া মোট আসনসংখ্যা—
ক. ৩০৯ খ. ২৩৬
গ. ২৪ ঘ. ২৭

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা