অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

৩১. শিল্প-কারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?

ক. কার্বনের

খ. অক্সিজেনের

গ. নাইট্রোজেনের

ঘ. নাইট্রাস অক্সাইডের

৩২. বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো—

i. বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস বৃদ্ধি

ii. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি

iii. বন উজাড়করণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের ক্ষতি—

i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে

ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে

iii. মত্স্য খামার ও শস্যখেতের ক্ষতি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ—

i. আইলা

ii. বায়ুদূষণ

iii. বন্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

ক. ক্যানসার খ. চর্মরোগ

গ. ডায়রিয়া ঘ. ক্যানসার ও চর্মরোগ

৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?

ক. উত্তর অঞ্চলে খ. দক্ষিণ অঞ্চলে

গ. পূর্ব অঞ্চলে ঘ. পশ্চিম অঞ্চলে

৩৭. জীবিকার টানে মানুষ কোন মুখী হয়ে থাকে?

ক. শিল্পাঞ্চলমুখী খ. শহরমুখী

গ. নগরমুখী ঘ. গ্রামমুখী

৩৮. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের কোন বনভূমি ক্ষতিগ্রস্ত হয়?

ক. শালবন খ. ম্যানগ্রোভ বন

গ. উপকূলীয় বন ঘ. গড়ান বন

৩৯. সুনামি কোন দেশি শব্দ?

ক. বাংলাদেশি খ. বার্মিজ

গ. নেপালি ঘ. জাপানি

৪০. সুনামি শব্দের অর্থ কী?

ক. সমুদ্রতীরের ঢেউ

খ. সমুদ্রের মাঝের ঢেউ

গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ

ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.ঘ ৪০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা