১. প্রশ্ন: বাক্যে যতিচিহ্ন ব্যবহার করা হয় কেন?
উত্তর: বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝানোর জন্য যতিচিহ্ন ব্যবহার করা হয়।
২. প্রশ্ন: বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে দাঁড়ি ব্যবহার করা হয়।
৩. প্রশ্ন: দাঁড়ি যতিচিহ্নটির অপর নাম কী?
উত্তর: দাঁড়ি যতিচিহ্নটির অপর নাম পূর্ণচ্ছেদ।
৪. প্রশ্ন: বাক্যে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয় কেন?
উত্তর: প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে বাক্যে প্রশ্নচিহ্ন ব্যবহার করা হয়।
৫. প্রশ্ন: ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ প্রকাশে বাক্যে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ প্রকাশে বাক্যে বিস্ময়চিহ্ন ব্যবহার করা হয়।
৬. প্রশ্ন: অল্প বিরতির জন্য বাক্যে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: অল্প বিরতির জন্য বাক্যে কমা ব্যবহার করা হয়।
৭. প্রশ্ন: বাক্যে কখন সেমিকোলন ব্যবহার করা হয়?
উত্তর: ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার করা হয়।
৮. প্রশ্ন: বাহ্ তুমি তো চমৎকার ছবি আঁকো। বাক্যটিতে ‘বাহ্’ শব্দের পর কোন যতিচিহ্ন বসবে?
উত্তর: বাক্যটিতে ‘বাহ্’ শব্দের পর বিস্ময়চিহ্ন বসবে।
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা