৩১. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক. লবণ ও পানি খ. লবণ
গ. অ্যাসিড ও লবণ ঘ. লবণ ও ক্ষার
৩২. সাইট্রিক অ্যাসিড, বেকিং সোডার সঙ্গে বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করে?
ক. সোডিয়াম কার্বনেট
খ. সোডিয়াম সাইট্রেন
গ. সোডিয়াম সালফেট
ঘ. সোডিয়াম নাইট্রেট
৩৩. ড্রাইসেলে অ্যানোড কোনটি?
ক. জিংকের চোঙ খ. কার্বন দণ্ড
গ. MnO2 ঘ. NH4CI
৩৪. শুষ্ক কোষে কী ধরনের শক্তি উৎপন্ন হয়?
ক. রাসায়নিক খ. তড়িৎ
গ. তাপ ঘ. আলোক
৩৫. ক্লোরাইড আয়নের প্রতীক কোনটি?
ক. Na খ. Na+
গ. CI ঘ. CI-
৩৬. ব্যাটারিতে নিচের কোনটি অ্যানোডের দিকে ধাবিত হয়?
ক. CI- খ. Na+
গ. Na- ঘ. Mg2+
৩৭. কক্ষ তাপমাত্রায় ক্লোরিনের ভৌত অবস্থা কোনটি?
ক. গ্যাস খ. কঠিন
গ. তরল ঘ. বাষ্প
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা