দশম শ্রেণির পড়াশোনা
১. বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?
ক. আধুনিকায়ন
খ. সম্পদের সুষম বণ্টন
গ. মুনাফা অর্জন
ঘ. অর্থ স্থানান্তর
২. চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে ব্যবহার করে থাকে?
ক. বিনিময়ের মাধ্যম হিসেবে
খ. ঋণ আমানত সৃষ্টিতে
গ. মূলধন গঠনে
ঘ. সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে
৩. বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের কী বলা হয়?
ক. মুরব্বি খ. মধ্যমণি
গ. চালিকা শক্তি ঘ. মাদার
৪. ব্যাংক কীভাবে বেশি মুনাফা অর্জন করতে পারে?
ক. অধিক তারল্য সৃষ্টি করে
খ. ব্যয় সংকোচন করে
গ. অধিক আমানত সংগ্রহ করে
ঘ. ঋণ প্রদান করে
৫. গ্রাহকের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?
ক. মূলধন খ. সঞ্চয়
গ. বিনিয়োগ ঘ. আমানত
৬. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে কীভাবে?
ক. অর্থনীতির স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে
খ. জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে
গ. সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে
ঘ. ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে
৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে?
ক. কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে
খ. প্রয়োজনমাফিক বাজারে ঋণদান করে
গ. বিভিন্ন খাতে ঋণদান করে
ঘ. কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে
৮. ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে?
ক. সেবামূলক
খ. উৎপাদনমূলক
গ. পরিকল্পনামূলক
ঘ. কেনাবেচামূলক
৯. আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বিশেষায়িত ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. সমবায় ব্যাংক
১০. আমদানি–রপ্তানি সংক্রান্ত কার্যাবলি সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. বিশেষ কাজ
খ. ব্যবসায়িক কাজ
গ. সামাজিক কাজ
ঘ. প্রতিনিধিত্বমূলক কাজ
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.গ ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা