৪১. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?
ক. বিক্রয় ফেরত জাবেদা
খ. ক্রয় ফেরত জাবেদা
গ. দৈনিক ক্রয় জাবেদা
ঘ. দৈনিক বিক্রয় জাবেদা
৪২. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি?
ক. ক্রয়-বিক্রয় হিসাব
খ. লাভ-লোকসান হিসাব
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দু’তরফা দাখিলা পদ্ধতি
৪৩. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাব ক্রয় করা হলো, সঠিক জাবেদা দাখিলা কোনটি?
ক. পণ্য হিসাব
খ. আসবাব হিসাব ডেবিট
গ. ক্রয় হিসাব ডেবিট
ঘ. সম্পত্তি হিসাব
৪৪. জনাব হাসান একজন আসবাব ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?
ক. আসবাব খ. ক্রয়
গ. নগদান ঘ. উত্তোলন
৪৫. বাট্টা সাধারণত কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
৪৬. পণ্যের লিখিত মূল্যের ওপর ব্যবসায়ীগণ ক্রেতাকে যে ছাড় দেন, তাকে কী বলে?
ক. নগদ বাট্টা খ. পরিমাণ বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. বিশেষ বাট্টা
৪৭. জনাব আসিফ নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ও ২০,০০০ টাকার আসবাব নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। যদি বাপ্পির নিকট বিক্রয় ৮,০০০ টাকা ও ভাড়া প্রদান ৫,০০০ টাকা হয়, তবে নগদান হিসাবের জের কত হবে?
ক. ৯৫,০০০ টাকা খ. ১,০০,০০০ টাকা
গ. ১,০৩,০০০ টাকা ঘ. ১,০৫,০০০ টাকা
৪৮. তিনঘরা নগদান বইয়ে কতটি কলাম থাকে?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৪টি ঘ. ১৬টি
৪৯. নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়?
ক. একঘরা নগদান বই
খ. দু’ঘরা নগদান বই
গ. বহুঘরা খুচরা নগদান বই
ঘ. তিনঘরা নগদান বই
৫০. তাইজুলের নিকট থেকে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?
ক. ৫৪০ টাকা খ. ৬০০ টাকা
গ. ৫,৪০০ টাকা ঘ. ৬,০০০ টাকা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.খ ৪২.ঘ ৪৩.গ ৪৪.ক ৪৫.খ ৪৬.গ ৪৭.ক ৪৮.গ ৪৯.ঘ ৫০.খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা