পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. CaF এর দ্রাব্যতা 0.0001mol/L দ্রাব্যতা গুণফল কত?
ক. 8×10-2 খ. 2×10-3
গ. 1×10-12 ঘ. 4×10-12
১২. প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যায় কোনটি?
ক. পরমাণুর আকার
খ. ইলেকট্রনের ঘূর্ণন
গ. ত্রিমাত্রিক দিকবিন্যাস
ঘ. পরমাণুর আকৃতি
১৩. অর্বিটালে দিকবিন্যাস প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যা কোনটি?
ক. n খ. l
গ. m ঘ. S
১৪. প্রধান কোয়ান্টাম সংখ্যা n=4, হলে উপস্তর হবে কয়টি?
ক. 1টি খ. 2টি
গ. 4টি ঘ. 5টি
১৫. 4d অর্বিটালের জন্য n ও l এর মান কোনটি হবে?
ক. n=3,l-2 খ. n=4; l=3
গ. n=2; l=4 ঘ. n=4; l=2
১৬. µ মোলে উপস্তর সংখ্যা কয়টি?
ক. ২ টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৭. 3Px–এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?
ক. 2টি খ. 4টি
গ. 6টি ঘ. 8টি
১৮. P-অর্বিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?
ক. 6টি খ. 8টি
গ. 10টি ঘ. 12টি
১৯. কোন শক্তির সাহায্যে অর্বিটালের ইলেকট্রন ধারণক্ষমতা নির্ণয় করা হয়
ক. N2 খ. (zl+1)
গ. (n+l) ঘ. 2 (2l+1)
২০. Cr+3 আয়নে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
ক. 3টি খ. 5টি
গ. 6টি ঘ. 7টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা