১. চালান কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মধ্যস্থতাকারী ঘ. দেনাদার
২. দু’তরফা দাখিলা পদ্ধতি—
i. একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
ii. একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি
iii. একটি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয় বলে একে কী বলা হয়?
ক. দুষ্টুচক্র খ. পৌনঃপুনিক
গ. হিসাব চক্র ঘ. দু’তরফা দাখিলা
৪. হিসাব চক্রের বিভিন্ন ধাপ পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কী রক্ষা করে?
ক. যোগসূত্র খ. ভিন্নতা
গ. সমতা ঘ. ধারাবাহিকতা
৫. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উত্পত্তির কারণ জানা যায়?
ক. খতিয়ান খ. নগদান বই
গ. ক্রয় বই ঘ. জাবেদা বই
৬. বেতন প্রদানের জন্য কোন প্রমাণ দলিল ব্যবহার করা হয়?
ক. চালান খ. ডেবিট ভাউচার
গ. ক্রেডিট ভাউচার ঘ. জার্নাল ভাউচার
৭. জাবেদায় ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক কী কারণে?
ক. লেনদেনের তথ্য জানার জন্য
খ. আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য
গ. খতিয়ান হিসাবভুক্তির জন্য
ঘ. আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
৮. ধারে পণ্য বিক্রয় করার সময় বিক্রেতা বিক্রীত পণ্যের বিবরণ লিখে যে দলিলে ক্রেতার নিকট প্রেরণ করে তাকে কী বলে?
ক. ক্যাশমেমো খ. চালান
গ. ভাউচার ঘ. ডেবিট নোট
৯. হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি?
ক. খতিয়ানভুক্তকরণ
খ. সমন্বয় দাখিলা
গ. লেনদেন শনাক্তকরণ
ঘ. জাবেদাভুক্তীকরণ
১০. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে
ঘ. আয় কমে ও দায় বাড়ে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.ঘ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা