অষ্টম শ্রেণির পড়াশোনা
৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বলেছেন—
i. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
ii. রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব
iii. এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে যেখানে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেছেন—
i. প্রত্যেক গ্রামে
ii. প্রত্যেক মহল্লায়
iii. প্রত্যেক ঘরে ঘরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গণ-অভ্যুত্থানে সাফল্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসেন। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে।
৩৩. এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে, সেটি কবে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৯১ সালে
৩৪. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
গ. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
ঘ. ’৬৯–এর গণ-আন্দোলন
৩৫. শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
৩৬. ‘আরটিসি’-এর পূর্ণ রূপ কী?
ক. রাউন্ড টেবিল কর্নার
খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
গ. রাউন্ড টেবিল সেশন
ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স
৩৭. ‘ওয়াপদা’ বলতে কী বোঝায়?
ক. পানি উন্নয়ন বোর্ড
খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গ. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড
৩৮. ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান
খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা
গ. বিদেশের আইন
ঘ. সমাজের নিয়মকানুন
সঠিক উত্তর
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ৩১.ঘ ৩২.ক ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা