পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
৩৩. বাংলাদেশে কৃষির উপখাত কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩৪. ‘Biotechnology’ শব্দটি কত সালে সর্বপ্রথম ব্যবহৃত হয়?
ক. ১৯১৯ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ২০০০ সালে
৩৫. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে?
ক. মানুষ খ. সূর্য
গ. সমুদ্র ঘ. রৌদ্র
৩৬. কোন ফসলে কৃষিজমির প্রয়োজন হয় না?
ক. মাশরুম খ. আখ
গ. শর্ষে ঘ. ভুট্টা
৩৭. বর্তমানে GDP-তে কৃষির কোন উপখাতের অবদান বেশি?
ক. প্রাণিসম্পদ খ. বনজ সম্পদ
গ. মৎস্য সম্পদ ঘ. শস্য ও শাকসবজি
৩৮. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮৭ সালে ঘ. ২০০১ সালে
৩৯. একজন কৃষকের আওতাধীনে আবাদযোগ্য কৃষিজমির পরিমাণকে কী বলে?
ক. কৃষি খামার খ. কৃষি গবেষণা
গ. কৃষি জোত ঘ. কৃষি উন্নয়ন
৪০. বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর?
ক. ২ একর খ. ৩ একর
গ. ৪ একর ঘ. ৫ একর
৪১. সাদা সোনা বলতে কোনটিকে বোঝায়
ক. ইলিশ খ. চিনি
গ. চিংড়ি ঘ. পাট
৪২. Agriculture Holding বলতে কী
বোঝায়?
ক. কৃষি খামার খ. কৃষি গবেষণা
গ. কৃষি জোত ঘ. কৃষি উন্নয়ন
৪৩. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কোনটি?
ক. প্রকৃতির ওপর নির্ভরশীল
খ. উন্নত প্রযুক্তিনির্ভর
গ. মূলধন নিবিড়
ঘ. বিস্তৃত বাজার
৪৪. নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ?
ক. ব্যবসা খ. বনায়ন
গ. শিল্পায়ন ঘ. কৃষি উন্নয়ন
৪৫. বর্তমানে নিচের কোনটি কৃষির উপখাত নয়?
ক. পশু পালন খ. মত্স্য সম্পদ
গ. বনজ সম্পদ ঘ. শস্য ও শাকসবজি
৪৬. কোনটি পৃথিবীর প্রাচীন পেশা?
ক. ব্যবসা খ. মত্স্য চাষ
গ. কৃষিকাজ ঘ. কাঠের কাজ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.খ ৪১.গ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
[পরবর্তী দিনের লেখা]