[পূর্ববর্তী লেখার পর]
৯. নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক?
ক. Binary খ. Bit
গ. Byte ঘ. Bps
১০. ১ বাইট= কত বিট?
ক. ২ বিট খ. ৪ বিট
গ. ৮ বিট ঘ. ১০২৪ বিট
১১. ১ Gbps বলতে কী বোঝায়?
ক. প্রতি সেকেন্ডে ১ হাজার বিট স্থানান্তর
খ. প্রতি সেকেন্ডে ১ লাখ বিট স্থানান্তর
গ. প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন বিট স্থানান্তর
ঘ. প্রতি সেকেন্ডে ১ বিলিয়ন বিট স্থানান্তর
১২. ইউনিকাস্ট মোডের উদাহরণ হলো—
i. পেজার
ii. মোবাইল
iii. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৪. USB–এর পূর্ণ রূপ কী?
ক. Universal Serial Bus
খ. Unique Serial Bus
গ. Universal Selection Bus
ঘ. Universal Serial Bulk
১৫. কিসের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত ও পুনরুদ্ধার করতে পারে?
ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন
খ. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন
গ. বিট সিনক্রোনাইজেশন
ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
১৬. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৭. কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন
খ. এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
গ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯.খ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.খ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]