পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১৯. ক্লাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল?
ক. সামাজিক অর্থনীতি
খ. বিনিময় অর্থনীতি
গ. রাজনৈতিক অর্থনীতি
ঘ. পারিবারিক অর্থনীতি
২০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে।’—এ উক্তি কোন অর্থনীতিবিদের?
ক. অধ্যাপক মার্শালের
খ. অধ্যাপক এল রবিন্সের
গ. অ্যাডাম স্মিথের
ঘ. স্যামুয়েলসনের
২১. মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
খ. সম্পদের ব্যবহার
গ. সম্পদ করায়ত্ত
ঘ. ব্যবসা–বাণিজ্য
২২. অ্যাডাম স্মিথের সংজ্ঞায় কোন দিকটি উপেক্ষিত ছিল?
ক. সম্পদ আহরণ খ. অসীম অভাব
গ. সেবা খাত ঘ. দ্রব্যসামগ্রী
২৩. অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
খ. মানুষের কল্যাণ সাধন
গ. ভোগবিলাস
ঘ. অর্থ আহরণ
২৪. অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৫. অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
ক. ডেভিড রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
গ. অধ্যাপক এল রবিন্স
ঘ. অধ্যাপক মার্শাল
২৬. অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো—
i. অর্থ উপার্জন
ii. অভাব পূরণের জন্য অর্থ ব্যয়
iii. চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ক
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা