চারপাশের লেখার সঙ্গে পরিচিত হই:
প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত বইয়ের মধ্যে লেখা পড়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। তবে দৈনন্দিন জীবনে বই ছাড়াও আমাদের চারপাশে আরও অনেক ধরনের লেখা আমাদের চোখে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে, রাস্তার আশপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই। এগুলো দেখতে সব সময় এক রকম হয় না। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন রকম হয়। নিচে এ রকম কিছু নমুনা দেওয়া হলো, যা থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজব।
নমুনা উত্তর: এটি ব্যানার নামে পরিচিত। ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে। লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো বর্তমানে প্লাস্টিকের পর্দায় বেশির ভাগ ব্যানার দেখা যায়।
প্রশ্ন: এর ব্যবহার কী?
নমুনা উত্তর: আগারগাঁওয়ে বৃক্ষমেলা হচ্ছে তা বোঝানোর জন্য ব্যানারের ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?
নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। স্কুলের অনুষ্ঠানে, মিছিল বা শোভাযাত্রার সামনে, রাজনৈতিক সমাবেশে, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে এই ব্যানারের ব্যবহার দেখেছি।
প্রশ্ন: এটি কী নামে পরিচিত?
নমুনা উত্তর: এটি ফেস্টুন নামে পরিচিত। ফেস্টুন দেখতে আয়তাকার; তবে এগুলো সাধারণত ওপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়।
প্রশ্ন: এর ব্যবহার কী?
নমুনা উত্তর: এখানে ‘জীবন গড়ি’ পাঠাগারের প্রচার বাড়ানোর জন্য ফেস্টুনের ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?
নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। স্কুলের গেটে; রাস্তার ধারে, মার্কেটের সামনে ফেস্টুনের ব্যবহার দেখেছি।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা