বাংলাদেশ ও বিশ্বপরিচয় - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১০

২১. বাংলাদেশের SDG অর্জনের পথে অন্যতম চ্যালেঞ্জ হলো—

i. সম্পদের বৈষম্য ও দারিদ্র্য

ii. পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা

iii. সর্বত্র জবাবদিহি ও স্বচ্ছতার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

২৩. উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখতে কী নিশ্চিত করতে হবে?

ক. আন্তর্জাতিক সহযোগিতা

খ. বৈষম্য হ্রাস

গ. টেকসই উন্নয়ন

ঘ. মনিটরিং

২৪. আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাজেটে কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে?

ক. প্রতিরক্ষা খ. বিদেশনীতি

গ. জ্বালানি ঘ. যোগাযোগ

২৫. টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র—

i. সমাজ

ii. রাজনৈতিক বিবেচনা

iii. পরিবেশ সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. কোন সংস্থা SDG নির্ধারণ করেছে?

ক. সার্ক খ. ওআইসি

গ. জাতিসংঘ ঘ. কমনওয়েলথ

২৭. টেকসই উন্নয়ন অভীষ্টের (SDG) লক্ষ্যমাত্রা কয়টি?

ক. ১৪টি খ. ১৫টি

গ. ১৬টি ঘ. ১৭টি

২৮. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠীকে কী বলা হয়?

ক. সুবিধাভোগী খ. অংশীজন

গ. তৃণমূল জনগোষ্ঠী ঘ. উন্নয়নকর্মী

২৯. SDG কাদের জন্য প্রযোজ্য?

ক. দরিদ্র খ. বিত্তবান

গ. নিম্নশ্রেণির মানুষ ঘ. সবার জন্য

৩০. জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোনটি ঘটছে?

ক. দারিদ্র্য বাড়ছে

খ. জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে

গ. প্রাণিকুলের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে

ঘ. ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে

৩১. বাংলাদেশে SDG বাস্তবায়নের প্রধান সুফল কী হতে পারে?

ক. নারী নির্যাতন হ্রাস

খ. দারিদ্র্য বিমোচন

গ. নারীর ক্ষমতায়ন

ঘ. রাজনৈতিক স্থিতিশীলতা

৩২. কোন ক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছি?

ক. জনসংখ্যা বৃদ্ধি

খ. কর্মসংস্থান সৃষ্টি

গ. এসডিজি

ঘ. এমডিজি

৩৩. টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির ফলাফল কোনটি?

ক. সেবার মান বৃদ্ধি

খ. বনজ সম্পদ বৃদ্ধি

গ. কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি

ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হ্রাস

৩৪. SDG–এর পূর্ণরূপ কী?

ক. Suitable Development Goals

খ. Sustained Development Goals

গ. Sustainable Developing Goals

ঘ. Sustainable Development Goals

৩৫. উন্নয়নের পথে কোনটি বড় চ্যালেঞ্জ?

ক. সামাজিক মর্যাদা খ. বৈষম্যহীনতা

গ. পরিবেশ দূষণ ঘ. আর্থিক দুর্বলতা

৩৬. টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ কোনটি?

ক. জবাবদিহি ও স্বচ্ছতার অভাব

খ. ভূমি ও নদী দখল

গ. কৃষিপণ্যের বাজারজাতকরণ

ঘ. তথ্য অধিকার প্রতিষ্ঠান

৩৭. টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য কী করতে হবে?

ক. আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি

খ. করের হার বৃদ্ধি

গ. উন্নয়নের ধারা টেকসইকরণ

ঘ. মনিটরিং হ্রাস

৩৮. টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ করণীয় কোনটি?

ক. নীতি কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ

খ. মনিটরিং ও মেন্টরিং

গ. উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখা

ঘ. বিদেশে সম্পদ পাচার বন্ধ রাখা

৩৯. বাংলাদেশকে কত সালের মধ্যে SDG অর্জন করতে হবে?

ক. ২০২১ সালের খ. ২০২৬ সালের

গ. ২০৩০ সালের ঘ. ২০৪১ সালের

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.গ ৩১.খ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]