পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. লেনদেনে কতটি পক্ষ জড়িত থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১২. নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক. কমিশন খ. বাট্টা
গ. অবচয় ঘ. ধারে বিক্রয়
১৩. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?
ক. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
খ. দুটি পক্ষ
গ. আর্থিক অবস্থার পরিবর্তন
ঘ. দৃশ্যমানতা
১৪. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
ক. পাওনাদার খ. উত্তোলন হিসাব
গ. দেনাদার হিসাব ঘ. মুনাফা
১৫. লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক. সম্ভাব্য ঘটনা
খ. ঐতিহাসিক ঘটনা
গ. নির্ভরশীল ঘটনা
ঘ. শর্তসাপেক্ষ ঘটনা
১৬. হিসাব সমীকরণে সম্প্রসারিত রূপ কোনটি?
ক. সম্পদ = দায় - মূলধন + আয় + খরচ - উত্তোলন
খ. সম্পদ = দায় + মূলধন + আয় - খরচ + উত্তোলন
গ. সম্পদ = দায় - মূলধন - আয় + খরচ - উত্তোলন
ঘ. সম্পদ = দায় + মূলধন + আয় - খরচ - উত্তোলন
১৭. অব্যবহৃত মনিহারি একটি—
i. নামিক হিসাব
ii. সম্পত্তিবাচক হিসাব
iii. ব্যক্তিবাচক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. নিচের কোন অবস্থাটি লেনদেন দ্বারা ঘটতে পারে?
ক. সম্পদ হ্রাস, ব্যয় হ্রাস
খ. আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি
গ. ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি, আয় হ্রাস
১৯. নগদে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণে A = L + OE এর উপাদান প্রভাবিত হবে—
i. L ii. A
iii. OE
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনো ঘটনা লেনদেন হতে হলে কোন বৈশিষ্ট্যটি অবশ্যই থাকতে হবে?
ক. দৃশ্যমানতা
খ. দ্বৈতসত্তা
গ. অতীতের ঘটনা
ঘ. পণ্য বা সেবার বিনিময়
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা