প্রতিটি বিষয়ে ভালো করে রিভিশন দেবে

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের সবার প্রতিটি বিষয়ের প্রস্তুতি শেষ হয়েছে। তাই এখন প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে রিভিশন দেওয়ার সময়। কোনো অধ্যায়ের কোনো প্রশ্ন নিয়ে অস্পষ্টতা থাকলে এখনই শিক্ষকের সঙ্গে কথা বলে তা করে নাও।

মনে রাখবে, প্রস্তুতি ভালো হলেও সৃজনশীল পদ্ধতিতে শতভাগ তোমার প্রত্যাশামতো প্রশ্ন না–ও হতে পারে। এতে মন খারাপ করার কিছু নেই।

নিজেকে মানসিক চাপমুক্ত রাখার চেষ্টা করবে। অন্যদিকে সময় এখন নিজেকে আর একটু পরখ করার।

এত দিন যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছ, সে বিশ্বাসটা অবশ্যই নিজের ওপর রাখবে। এতে অন্তত পরীক্ষার ভীতি দূর হবে।

পরীক্ষার দিন নিদি৴ষ্ট সময়ের মধে৵ লেখার উত্তর শেষ করবে। লেখা শেষ হলে অবশ্যই পুরো খাতা রিভিশন দেবে।

খাতা রিভিশন দিলে তোমার ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে পারবে। আর নজর রাখবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ঠিকমতো লিখেছ কি না, বৃত্ত ভরাট করেছ কি না।

এখনো শীতের আমেজ রয়েছে, তাই ঠান্ডা যেন না লাগে, সেদিকে অবশ৵ই খেয়াল রাখবে।

মো. ফয়জুল হক, অধ্যক্ষ, স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট