এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. Prepare অপশনটি কোন ওয়ার্ড বাটনের?

ক. Office খ. Home

গ. Insert ঘ. Publish

৩২. Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়?

ক. Home খ. Insert

গ. Formulas ঘ. Office

৩৩. ওয়ার্ডে Change Case অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. File খ. Insert

গ. Text ঘ. Format

৩৪. ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়?

ক. Home খ. Reference

গ. Office ঘ. Page Setup

৩৫. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?

ক. New খ. Open

গ. Save ঘ. Publish

৩৬. ওপেন অপশনটির কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+N খ. Ctrl+P

গ. Ctrl+O ঘ. Shift+O

৩৭. ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+A খ. Ctrl+S

গ. Shift+S ঘ. Alt+O

৩৮. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+O খ. Ctrl+N

গ. Ctrl+P ঘ. Ctrl+C

৩৯. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Shift+P খ. Alt+P

গ. Ctrl+P ঘ. P+enter

৪০. কপি করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+C খ. Ctrl+P

গ. Ctrl+V ঘ. Ctrl+S

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা