পূর্ণাজ্ঞ সিলেবাস অনুসারে
১. যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার ওপর
খ. বিক্রেতার ওপর
গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
ঘ. স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
২. বিনিয়োগের একটি মূল্যায়নপ্রক্রিয়া কোনটি?
ক. মূলধন বাজেটিং
খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ
ঘ. বিনিয়োগের মূল্যনীতি
৩. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
৪. নিচের কোনটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি?
ক. কাগজ খ. কালি
গ. খাবার ঘ. আসবাব
৫. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—
i. পে-ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফার হার পদ্ধতি
iii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক??
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. মূলধন বাজেটিং মূলত কী?
ক. একটি সম্পদ খ. একটি প্রজেক্ট
গ. একটি দায় ঘ. একটি প্রক্রিয়া
৭. মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৭টি
৮. মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফার হার পদ্ধতি
খ. নিট বর্তমান মূল্য পদ্ধতি
গ. পে-ব্যাক সময় পদ্ধতি
ঘ. সময় পদ্ধতি
৯. ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী খরচ হলো—
i. অফিস ভাড়া ii. বিমা খরচ
iii. কাঁচামাল খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. মূলধন বাজেটিং করার সিদ্ধান্ত নিতে সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়?
ক. ছোট অঙ্কের খ. মাঝারি অঙ্কের
গ. বড় অঙ্কের
ঘ. তহবিলই প্রয়োজন হয় না
১১. নিচের কোনটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ?
ক. নগদ প্রবাহ প্রাক্কলন
খ. বাট্টা হার নির্ধারণ
গ. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
ঘ. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
১২. ARR–এর পূর্ণ নাম কী?
ক. Accounting Rate of Return
খ. Actual Rate of Return
গ. Annual Rate of Return
ঘ. Account Rate and Return
১৩. নিচের কোনটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত প্রক্রিয়া?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
১৪. মূলধন বাজেটিং সব সময় কেমন সিদ্ধান্ত?
ক. ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত
খ. ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
গ. মুনাফা করতে পারে
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
১৫. নিচের কোনটির জন্য মূলধন বাজেটিংয়ের পদ্ধতি গুরুত্বপূর্ণ?
ক. প্রকল্প নির্বাচন
খ. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ. বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ. প্রকল্পের মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা