১১. সাওম বা রোজা শব্দের অর্থ কী?
ক. সংকল্প করা খ. বিরত থাকা
গ. প্রার্থনা করা ঘ. উপবাস থাকা
১২. রোজা বাধ্যতামূলক করা হয়েছে কেন?
ক. আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে
খ. ক্ষুধার যন্ত্রণা উপলব্ধির জন্য
গ. তাকওয়া অর্জন করার জন্য
ঘ. মহৎ গুণ অর্জনের জন্য
১৩. ‘সাওম ঢালস্বরূপ’— উক্তিটি কোন গ্রন্থে আছে?
ক. তিরমিজি খ. আবু দাউদ
গ. ইবনে মাজাহ ঘ. বুখারি ও মুসলিম
১৪. ‘সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব’—এটি কার কথা?
ক. মহান আল্লাহ তায়ালার
খ. রাসুল (সা.)-এর
গ. হজরত ইব্রাহিম (আ.)-এর
ঘ. হজরত ঈসা (আ.)-এর
১৫. আল্লাহ তায়ালা রোজাদারের কোন গুনাহ ক্ষমা করেন?
ক. শিরকের গুনাহ
খ. কুফরের গুনাহ
গ. কবিরা গুনাহ
ঘ. পূর্বের সকল গুনাহ
১৬. জাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
ক. বিরত থাকা
খ. বিনয় প্রকাশ করা
গ. বৃদ্ধি পাওয়া
ঘ. উপলব্ধি করা
১৭. জাকাত আদায় মুসলমানদের কেমন দায়িত্ব?
ক. সামাজিক খ. নৈতিক
গ. ইমানি ঘ. ইসলামি
১৮. ইসলামের কোন মৌলিক স্তম্ভটি দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের সহায়ক?
ক. সালাত খ. জাকাত
গ. সাওম ঘ. হজ
১৯. ইসলামের কোন খলিফা জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন?
ক. হজরত উসমান (রা.)
খ. হজরত আবু বকর (রা.)
গ. হজরত উমর (রা.)
ঘ. হজরত আলী (রা.)
২০. জাকাত প্রদানের ফলে কী হবে?
ক. দাতার অর্থ উপার্জন হবে
খ. ধনী আরও ধনী হবে
গ. অর্থনৈতিক ভিত মজবুত হবে
ঘ. কর্মসংস্থান কমে যাবে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.গ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা