[পূর্ববর্তী লেখার পর]
৪৩. অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয়—
i. চুক্তি অনুসারে
ii. চুক্তির অবর্তমানে সমানভাবে
iii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান—
i. অংশীদারি চুক্তি
ii. সদস্যসংখ্যা
iii. অসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. উত্তম অংশীদারি চুক্তিপত্র হচ্ছে—
i. লিখিত
ii. মৌখিক
iii. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. মূলধনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা হলো—
i. মূলধনের অনুপাত, মুনাফা বণ্টনের অনুপাতের সমান না বলে
ii. ব্যবসায়ে অর্জিত মুনাফার প্রকৃত পরিমাণ জানা
iii. মূলধনের সুদ, মুনাফা বণ্টনের একটি প্রক্রিয়া বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. উত্তোলনের সুদের জন্য স্থিতিশীল পদ্ধতিতে জাবেদা হবে—
i. অংশীদারদের চলতি হিসাব ডেবিট
ii. অংশীবাদরদের মূলধন হিসাব ডেবিট
iii. লাভ–লোকসান বণ্টন হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]