পাঠ ১

বড় বড় সংখ্যা সহজে গুণ করার নিয়ম এবং গুণফল যাচাইয়ের পদ্ধতি | পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি - গণিত (১)

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভেচ্ছা। আমরা আজকে থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের প্রস্তুতি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। এই ভিডিও গুলো শুধু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্যই গুরুত্বপূর্ণ তাই নয়, এগুলো গণিতের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে। 

আমরা বইয়ের শুরু থেকেই শুরু করব। গুণ দিয়ে শুরু করব।

গুণ মানে হচ্ছে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করা। যে সংখ্যাকে গুণ করি তাকে বলি গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করি তাকে বলি গুণক এবং এ দুটোর গুণ করার ফলে যা পাই সেটাকে বলি গুণফল।

মজার ব্যাপার হলো গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফল একই হয়।

গুণ্য×গুণক = গুণফল

গুণক×গুণ্য = গুণফল

চলো আমরা একটা গুণ অংক করে দেখি। ৭৮৫ কে ১৩২ দিয়ে গুণ করব। তোমরা জানো ১৩২ হলো আসলে ১০০+৩০+২। তাই আমরা ৭৮৫ কে প্রথমে আমরা ২ দিয়ে গুণ করব, তারপর আবার ৭৮৫ কে ৩ দিয়ে গুণ করব এবং সর্বশেষ ১ দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যথাক্রমে এককের ঘর, দশকের ঘর ও শতকের ঘর বাদ দিয়ে যোগ করব। এভাবে আমরা সংখ্যাদুটোর সম্পূর্ণ গুণফল পেয়ে যাবো। এই গুণের প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে হলে নিচের ভিডিওটি মনযোগ দিয়ে দেখো।

এখানে আমরা শুধু গুণ করাই শিখব না, আমাদের গুণফল সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করতে হবে সেটাও দেখব।