এসো এবার জেনে নিই কবিতা নিয়ে কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন: মনের ভাব যখন সুন্দর ও ছন্দবদ্ধ ভাষায় ছোট ছোট বাক্য বা লাইনে প্রকাশিত হয়, তখন তাকে কী বলে?
উত্তর: কবিতা।
প্রশ্ন: কবিতা সম্পর্কে কবি ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন?
উত্তর: ‘কবিতা দুর্নিবার আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ।’
প্রশ্ন: পরপর দুই লাইনে অন্ত্যমিল থাকে কোন ধরনের রচনায়?
উত্তর: কবিতায়।
প্রশ্ন: শব্দ, ছন্দ, অলংকার—এগুলো কোন ধরনের রচনার উপকরণ?
উত্তর: কবিতার।
প্রশ্ন: কবিতার প্রাণ কী?
উত্তর: ছন্দ।
প্রশ্ন: ব্যাপক অর্থে ছন্দ মানে কী?
উত্তর: গতিসৌন্দর্য।
প্রশ্ন: কবিতা প্রধানত কয় প্রকার?
উত্তর: দুই প্রকার।
প্রশ্ন: মন্ময় কবিতার অন্তর্গত পাঁচ ধরনের কবিতার নাম লেখো।
উত্তর: ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতিবিষয়ক, সনেট।
প্রশ্ন: গাথা, মহাকাব্য, নীতিকবিতা, রূপক, ব্যঙ্গকবিতা, লিপিকবিতা—এগুলো কোন শ্রেণির কবিতার অন্তর্গত?
উত্তর: তন্ময়ধর্মী কবিতার।
প্রশ্ন: কবিতার উপকরণ বলতে কী বোঝো?
উত্তর: কবিতা রচনার জন্য যেসব জিনিস প্রয়োজন হয়, তা-ই কবিতার উপকরণ।
প্রশ্ন: ‘ঘাট’ শব্দের সঙ্গে মিল করে পাঁচটি শব্দ লেখো।
উত্তর: খাট, ঠাট, ডাঁট, পাট, হাট।
প্রশ্ন: ভোমর, লয়ে, তব, দ্যাখো, কত্ত শব্দগুলোর প্রমিত রূপ লেখো।
উত্তর: ভ্রমর, নিয়ে, তোমার, দেখ, কত।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা