তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৪৫. (১১০০) ও (১০১)–এর যোগফল কত?

ক. ১১১১১ খ. ১১১০১

গ. ১০০১০ ঘ. ১০০০১

৪৬. বাইনারি সংখ্যা ১১০ ও ১০০–এর—

i. যোগফল ১০১০

ii. বিয়োগফল ১০

iii. অকটাল মান সমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. দশমিক সংখ্যা ৫০ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?

ক. ৫টি খ. ৬টি

গ. ৮টি ঘ. ১০টি

৪৮. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়—

i. ON, OFF

ii. HIGH, LOW

iii. YES, NO

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. চিহ্নবিটসহ দশমিক সংখ্যা ১২৫ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?

ক. ৫টি খ. ৬টি

গ. ৮টি ঘ. ১০টি

৫০. কোনো সংখ্যার সঙ্গে যে সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয়, সেটি হচ্ছে ওই সংখ্যার—

ক. ধনাত্মক সংখ্যা খ. ঋণাত্মক সংখ্যা

গ. অঋণাত্মক সংখ্যা ঘ. নিরপেক্ষ সংখ্যা

৫১. ২–এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কী?

ক. ১ এর পরিপূরক+১

খ. ১ এর পরিপূরক-১

গ. ১ এর পরিপূরক +০

ঘ. ১ এর পরিপূরক+২

৫২. (-১৬)১০ কে ২–এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করলে কত হয়?

ক. ০১০০০০ খ. ০১১১১

গ. ১১০০০০ ঘ. ১১১০০

৫৩. (১০১০)–এর সমতুল্য—

i. (১০)১০

ii. (১২)

iii. (১৪)১৬

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. আইসিটি শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার রোল কত?’ সে উত্তর দিল—5A। সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে কত হয়?

ক. (৫০)১০ খ. (৮০)১০

গ. (৯০)১০ ঘ. (১৫০)১০

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ ৪৯.গ ৫০.খ ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.গ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা