১. প্রশ্ন: কত বছর বয়সে রঞ্জুকে আলাদা বিছানা দেওয়া হয়েছিল?
উত্তর: চার বছর বয়সে।
২. প্রশ্ন: প্রথম রাতে রঞ্জু কিসের ভয় পেয়েছিল?
উত্তর: ভালুকের।
৩. প্রশ্ন: ময়ূরের পোস্টারটা দেয়ালে কে লাগিয়েছিল?
উত্তর: শিউলি।
৪. প্রশ্ন: কখন থেকে রঞ্জুর বানিয়ে গল্প বলা আরও বেড়ে গেল?
উত্তর: যখন থেকে রঞ্জু সায়েন্স ফিকশন পড়তে শুরু করল।
৫. প্রশ্ন: রঞ্জুর গল্পের সবচেয়ে বিশ্বস্ত শ্রোতা কে?
উত্তর: তার বড় বোন শিউলি।
৬. প্রশ্ন: কে রঞ্জুকে মহাকাশের ব্ল্যাকহোলের কথা বলে গেছে?
উত্তর: মহাকাশের কোনো এক আগন্তুক।
৭. প্রশ্ন: কোথা থেকে বিদঘুটে এক প্রাণী লেজারগান দিয়ে রঞ্জুকে গুলি করতে চেষ্টা করেছে?
উত্তর: ফ্লাইং সসার থেকে।
৮. প্রশ্ন: রোবট খিদে ফেলে কী খায়?
উত্তর: ব্যাটারি।
৯. প্রশ্ন: রোবট রঞ্জুকে কী উপহার দিল?
উত্তর: তেঁতুলের বিচি।
১০. প্রশ্ন: ছাদ থেকে রঞ্জু কী নিয়ে নামল?
উত্তর: আমড়া।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা