পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৬০. দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয় কখন?
ক. মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে খ. সমজাতীয় দ্রব্য বিবেচনা করলে
গ. প্রাথমিক দ্রব্য বিবেচনা করলে ঘ. চূড়ান্ত দ্রব্য বিবেচনা করলে
৬১. ভোগ ব্যয় কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৬২. কোনটি দ্বারা মাথাপিছু আয় নির্ণয় করা হয়?
ক. GNP খ. NNP
গ. GDP ঘ. CCA
৬৩. GNI পরিমাপের সূত্র কোনটি?
ক. GNI= GDP + NNI খ. GNI= GDP + NX
গ. GNI= NNI + NX ঘ. GNI= NX + CCA
৬৪. সরকারি ঋণের সুদ অন্তর্ভুক্ত হয় না কিসে?
ক. নিট উৎপাদনে খ. নিট আয়ে
গ. জাতীয় আয়ে ঘ. নিট দেশজ আয়ে
৬৫. সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
ক. Y = C+I+G খ. Y = C+I-G
গ. Y = C+I ঘ. Y = C+NNI
৬৬. সঞ্চয় হিসাব করার সূত্র কোনটি?
ক. S = Y+C খ. S = Y-C
গ. S = C-Y ঘ. S = C+Y
৬৭. বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয়ের সমষ্টিকে কী বলে?
ক. সামগ্রিক আয় খ. সামগ্রিক ব্যয়
গ. রাজস্ব ঘ. রাষ্ট্রীয় আয়
৬৮. ব্যবসা-বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬৯. GDP এর পূর্ণরূপ কী?
ক. Gross Domestic Product খ. Great Domestic Product
গ. Gross District Product ঘ. Gross Domestic Power
৭০. দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত হয় নিচের কোনটিতে?
ক. GNI খ. GNE
গ. GDP ঘ. GNP
৭১. নিট রপ্তানি শূন্য হয় কখন?
ক. GNP < GDP খ. GNP > GDP
গ. GNP = GDP ঘ. GNP ≠ GDP
৭২. কোনটি দ্বারা জাতীয় আয় প্রকাশ করা হয়?
ক. GNI খ. GNE
গ. GDP ঘ. GNP
৭৩. GNI এর পূর্ণরূপ কী?
ক. Gross Net Income খ. Gross National Income
গ. Great Net Income ঘ. Gross National Insurance
৭৪. একটি দেশের জাতীয় আয় কত তা জানার জন্য কিসের পরিমাপ আবশ্যক?
ক. নিট আয় খ. মোট নিট উৎপাদন
গ. মোট জাতীয় আয় ঘ. মোট দেশজ আয়
৭৫. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?
ক. নিট আয় খ. মোট জাতীয় আয়
গ. মোট দেশজ উৎপাদন ঘ. নিট উৎপাদন
৭৬. জাতীয় আয় গণনার পদ্ধতি কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪ টি ঘ. ৫টি
৭৭. জাতীয় আয়ের ধারণাটি কিসের সাথে সম্পৃক্ত?
ক. নিট জাতীয় উৎপাদন খ. নিট জাতীয় আয়
গ. মোট দেশজ উৎপাদন ঘ. মোট দেশজ আয়
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৬০. ক ৬১. ক ৬২. ক ৬৩. খ ৬৪. গ ৬৫. ক ৬৬. গ ৬৭. ক ৬৮. খ ৬৯. ক ৭০. গ ৭১. গ ৭২. ক ৭৩. খ ৭৪. গ ৭৫. খ ৭৬. খ ৭৭. ক
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা