১১. ক্লোরোফিল অণু সৃষ্টিতে ভূমিকা রাখে—
i. আয়রন
ii. নাইট্রোজেন
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পাতায় মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. সালফার খ. লৌহ
গ. ম্যাগনেশিয়াম ঘ. ফসফরাস
১৩. উদ্ভিদে ফসফরাসের অভাব হলে কোনটি ঘটবে?
ক. খর্বকায় উদ্ভিদ
খ. ক্লোরোসিস
গ. ডাইব্যাক
ঘ. বিকৃত পাতা
১৪. কোনটির অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়?
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. ম্যাগনেশিয়াম ঘ. লৌহ
১৫. পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিসের জন্য কোনটি দায়ী?
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. ক্যালসিয়াম ঘ. ম্যাগনেশিয়াম
১৬. কোনটির অভাবে কাণ্ডের শীর্ষ মরে যায়?
ক. ক্যালসিয়াম খ. লৌহ
গ. সালফার ঘ. ম্যাগনেশিয়াম
১৭. নিচের কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়?
ক. লৌহ খ. সালফার
গ. ফসফরাস ঘ. বোরন
১৮. বোরনের অভাবে—
i. খর্বাকৃতির উদ্ভিদের সৃষ্টি হয়
ii. কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়
iii. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. নাইট্রোজেনের অভাব হলে কী হয়?
ক. পাতা হলুদ হয়
খ. ক্লোরোফিল সৃিষ্টতে বিঘ্ন ঘটে
গ. মুকুল ঝরে যায়
ঘ. কাণ্ড শুকিয়ে যায়
২০. কোনটি এক অণুবিশিষ্ট শর্করা?
ক. সুকরোজ খ. গ্লুকোজ
গ. ল্যাকটোজ ঘ. শ্বেতসার
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা