১. মেয়াদের ভিত্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
২. বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়নের জন্য সরবরাহ করে থাকে—
i. স্বল্পমেয়াদি ঋণ
ii. মধ্যমেয়াদি ঋণ
iii. দীর্ঘমেয়াদি ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. দেশের শিল্প উন্নয়নের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. দিয়ে থাকে—
i. স্বল্পমেয়াদি ঋণ
ii. দীর্ঘমেয়াদি ঋণ
iii. মধ্যমেয়াদি ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. বেসিক ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
ক. স্বল্পমেয়াদি ঋণ
খ. মধ্যমেয়াদি ঋণ
গ. দীর্ঘমেয়াদি ঋণ
ঘ. অতি স্বল্পমেয়াদি ঋণ
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মতিন তার প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল সংগ্রহ করে দক্ষ কর্মী নিয়োগ দিয়ে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেন।
৫. মতিন সম্পাদিত কাজকে কী বলা হয়?
ক. পরিকল্পনা খ. ব্যবস্থাপনা
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
৬. মতিনের কাজের ফলে—
i. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়
ii. প্রতিষ্ঠানের সব সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
iii. কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ন্ত্রণ সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
ক. স্যামুয়েল সোর্স খ. রবার্ট জনসন
গ. আই এম পান্ডে ঘ. হেনরি ফেওল
৮. কোন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী, বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়?
ক. নির্দেশনা খ. প্রেষণা দান
গ. সমন্বয় সাধন ঘ. নিয়ন্ত্রণ
৯. একটি পোশাক শিল্পের মালিক প্রতিষ্ঠানের
উৎপাদন বাড়ানোর জন্য কর্মীদের বেতন-ভাতা
বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটি ব্যবস্থাপনার কোন
ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক. নিয়ন্ত্রণ
খ. কর্মীসংস্থান
গ. সংগঠন
ঘ. প্রেষণা
১০. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নির্দেশনা ঘ. সমন্বয়
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব পাইকারি বিক্রেতা। উৎপাদক ও আমদানিকারকদের কাছ থেকে মাল কিনে তিনি বিক্রয় করেন। তার লেনদেন ভালো। ব্যাংকের কর্মকর্তারা তাকে ঋণ দিতে আগ্রহী। কিন্তু তার ব্যাংক ঋণের তেমন প্রয়োজন পড়ে না।
১১. হাবিবের কোন ধরনের মূলধন বেশি দরকার পড়ে?
ক. স্বল্পমেয়াদি খ. মধ্যমেয়াদি
গ. মধ্য ও দীর্ঘমেয়াদি
ঘ. দীর্ঘমেয়াদি
১২. হাবিব সাধারণত যে উৎস থেকে অর্থসংস্থান করে, তা হলো—
i. নিজস্ব মূলধন
ii. ব্যবসায় ঋণ
iii. এনজিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক,বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা