২১. ধারকত্বের একক কী?
ক. জুল খ. ভোল্ট
গ. ফ্যারাড ঘ. হেনরি
২২. গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করলে ধারকত্ব পূর্বের কত গুণ হবে?
ক. দ্বিগুণ খ. অর্ধেক
গ. চার গুণ ঘ. এক–চতুর্থাংশ
২৩. তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে—
i. তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি
ii. তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ
iii. তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর—
i. আকারের ওপর
ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. আধানের SI একক কী?
ক. ওহম খ. কুলম্ব
গ. জুল ঘ. ফ্যারাড
২৬. সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে—
i. প্রত্যেক পাতের ক্ষেত্রফলের ওপর
ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. নিচের কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি?
ক. অভ্রের খ. ইবোনাইটের
গ. কাচের ঘ. পলিথিনের
২৮. বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কেমন হয়?
ক. ব্যস্তানুপাতিক
খ. সমানুপাতিক
গ. বর্গের ব্যস্তানুপাতিক
ঘ. বর্গমূলের সমানুপাতিক
২৯. মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ কত?
ক. শূন্য খ. ধ্রুব
গ. এক ঘ. অসীম
৩০. ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের—
i. ধারকত্বের ওপর
ii. চার্জের ওপর
iii. বিভব পার্থক্যের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ঘ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা