এসএসসি ২০২৪ - জীববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাবু ও নিপা যমজ ভাই–বোন। তাদের বয়স পাঁচ বছর। দুজনের স্বাস্থ্যই দিন দিন খারাপ হচ্ছে। তাদের মা–বাবা তাদের নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন যে বাবু রিকেটস আর নিপা রক্তশূন্যতায় ভুগছে।

৩১. কোন ভিটামিনের অভাবে বাবু রোগাক্রান্ত হয়?

ক. এ খ. বি

গ. সি ঘ. ডি

৩২. কিসের অভাবে নিপার অসুস্থতা সৃষ্টি হয়েছে?

ক. পটাশিয়াম খ. সালফার

গ. ক্যালসিয়াম ঘ. আয়রন

৩৩. বাবুর মধ্যে লক্ষণ দেখা যাচ্ছে—

i. চোখে অন্ধকার দেখা

ii. বক্ষদেশ সরু হয়ে যাওয়া

iii. গিঁট ফুলে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. বিএমআর মান বের করার সময় কিসের ভেদে পার্থক্য দেখা যায়?

ক. লিঙ্গ ও ওজন খ. বয়স ও ভর

গ. লিঙ্গ ও বয়স ঘ. লিঙ্গ ও উচ্চতা

৩৫. বাণিজ্যিক রং কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে দেয়?

ক. পাকস্থলী খ. যকৃত

গ. কিডনি ঘ. হৃৎপিণ্ড

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কাদের সাহেব একজন ফল ব্যবসায়ী। তিনি আম সংরক্ষণের জন্য একধরনের রাসায়নিক পদার্থ আমে প্রয়োগ করেন। এতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

৩৬. কাদের সাহেব আমে কোন রাসায়নিক পদার্থটি মেশান?

ক. কার্বাইড খ. ফরমালিন

গ. হেভিমেটাল ঘ. অ্যান্টিবায়োটিক

৩৭. উক্ত রাসায়নিক পদার্থ মেশানো প্রতিরোধ করা যায়—

i. ফলকে পরিপক্ব হতে সময় দিয়ে

ii. পরিমিত মাত্রায় সরবেট ব্যবহার করে

iii. জৈব নিরাপত্তা নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. অ্যাপেনডিক্স কোথায় থাকে?

ক. ক্ষুদ্রান্ত্রে খ. বৃহদান্ত্রে

গ. পাকস্থলীতে ঘ. গলবিলে

৩৯. মানুষের কয় জোড়া লালগ্রন্থি রয়েছে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৪০. সাব–ম্যাক্সিলারি লালাগ্রন্থির অবস্থান কোথায়?

ক. কানের সামনে খ. কানের নিচে

গ. চোয়ালের নিচে ঘ. চিবুকের নিচে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা