গণিত প্রেমি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গণিত উৎসবের প্রস্তুতি নিয়ে কিছু সমস্যা ও সমাধান কৌশল নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা রিকুয়েষ্ট, সমস্যা গুলো তোমরা আগে সমাধান করার চেষ্টা করবে, তারপর সমাধান দেখবে।
সমাধান: প্রথমে বিভাজ্য সংখ্যা গুলোর একটা তালিকা তৈরি করি (30 এর ভিতর)।
5 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা– 5, 10, 15, 20, 25 ও 30 । আবার 7 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা– 7, 14, 21, 28 ।
অর্থাৎ 5 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা 6টি ও 7 দিয়ে বিভাজ্য এমন সংখ্যা 4টি। তাহলে মোট সংখ্যা (6+10) = 10 টি। 10টি এমন সংখ্যা আছে যেটি 5 বা 7 এর যেকোনো একটি দিয়ে বিভাজ্য।
এটি আর একটু সহজ ভাবেও আমরা করতে পারি। ফ্লোর ফাংশন ব্যবহার করে। তাহলে পাই—
⌊30/5 | + ⌊30/7⌋ = 10
এখানে যারা ফ্লোর ফাংশনের বিষয়টি বুঝতে পারোনি তারা দেখো— ⌊x⌋ এর মানে হলো x এর ছোট নিকটবর্তী বা সমান পূর্ণসংখ্যা। যেমন: ⌊69.39⌋ = 69, ⌊3⌋ = 3
আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ।
সমাধান: আচ্ছা এখানে আমরা আগে ছোট ছোট Case এ চিন্তা করতে পারি।
Case-1: 1–10 এর ভিতর কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে?
সহজ, 3 টি।
Case-2: 1-15 এর মধ্যে কয়টা আছে?
নিশ্চয় আগের 3 টিই অর্থাৎ নতুন কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই এখানে।
Case-3: 1-20 এর মধ্যে কয়টা আছে?
4 টি আছে। তারমানে নতুন একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে পেয়েছি।
Case–4: 1-25 এর ভিতর কয়টা আছে?
5টি। তারমানে এখানেও 1টি নতুন পূর্ণবর্গ সংখ্যা পেলাম। এখানে তোমরা কি একটা প্যাটার্ন লক্ষ করছো? যত পর্যন্ত সংখ্যা দেওয়া আছে তারমাঝে পূর্ণবর্গ সংখ্যা ও-ই সংখ্যার বর্গমূলের ফ্লোর ফাংশনের সমান! হ্যাঁ! Case–1 এ ⌊√10⌋ = 3
Case–2 তে ⌊√15⌋ = 3।একই ভাবে, Case–3 ও 4 এ যথাক্রমে ⌊√20⌋ = 4 ও ⌊√25⌋ = 5।
তার মানে আমরা বলতে পারি 1–2023 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে ⌊√2023⌋ = 44টি।
সমাধান: প্রথম চিঠি পাঠানোর 25 ঘন্টা পর তানিম চিঠিটি পায়। আবার, প্রথম চিঠিটি পাওয়ার ঠিক 25 + 25 = 50 ঘন্টা বা 2 দিন 2 ঘন্টা পর পায় তৃতীয় চিঠি। 25 দিনে মোট 25 × 24 = 600 ঘন্টা বা 24 দিন 24 ঘন্টা। সুতরাং তানিমের 25 তম দিনে পাওয়া চিঠিটি ফাহিমের পাঠানো 24 নম্বর চিঠি ।
সমাধান: এখানে যদি আমরা লক্ষ করি তাহলে দেখবো উক্ত ধারাটি (x তম পদ)2 – 2
এই প্যাটার্ন টি মেনে চলে। সুতরাং 100 তম পদটি হবে 9998
সমাধান: দেওয়া আছে, x + 1/x = √2
বা, (x + 1/x)2 = 2
বা, x2 + 1/x2 = 0
বা, (x4 + 1)/x2 = 0
বা, x4 + 1 = 0
বা, x4 = -1
এখন, (x)2021 + (1/x)2021 কে আমরা এভাবে লিখতে পারি— (x4)505∙(x) + 1/(x4)505 ∙(1/x)
= (-1)505∙(x) + 1/(-1)505 ∙(1/x)
= (-1)∙(x) + 1/(-1) ∙(1/x)
= - x – 1/x
= - (x + 1/x)
= -√2
আজকে আমরা এখানেই শেষ করছি, সামনে আরো নতুন নতুন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।