৫১. ব্যবসায় উদ্যোগের সঙ্গে কোনটির সম্পর্ক খুব নিবিড়?
ক. চাকরির খ. আত্মকর্মসংস্থানের
গ. অর্থের ঘ. মুনাফার
৫২. ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনাটা কী?
ক. দিকনির্দেশনার দলিল
খ. প্রধান হাতিয়ার
গ. সাফল্যের ভিত্তি
ঘ. উন্নতির সিঁড়ি
৫৩. কর্মসংস্থানের প্রধান উৎস কী?
ক. আত্মকর্মসংস্থান
খ. কৃষিকাজ
গ. ব্যবসায়
ঘ. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
৫৪. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
ক. পর্যাপ্ত তহবিল খ. উচ্চশিক্ষা
গ. নিজের দক্ষতা ঘ. নিজের আকাঙ্ক্ষা
৫৫. আত্মকর্মসংস্থানের মাধ্যমে—
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়
ii. প্রত্যেকের উন্নতি নিশ্চিত করা যায়
iii. গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে—
i. বিপথে পরিচালিত করে
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
iii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি সমস্যা নয়?
ক. বয়স খ. পুঁজি
গ. প্রশিক্ষণ ঘ. দক্ষতা
৫৮. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে কোনটির ওপর?
ক. উন্নত প্রশিক্ষণের ওপর
খ. উদ্যোক্তার মর্জির ওপর
গ. পর্যাপ্ত মূলধন সংস্থানের ওপর
ঘ. উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.খ ৫২.ক ৫৩.ঘ ৫৪.গ ৫৫.খ ৫৬.গ ৫৭.ক ৫৮.ঘ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা