মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সময় বাড়ল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দুটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। প্রোগ্রাম দুটিতে পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

প্রোগ্রাম দুটি হলো, M.Sc. (Engg.) বা মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এবং  M.Engg. (CSE) বা মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই দুটি প্রোগ্রামে বিভাগ কর্তৃক নির্ধারিত আসনে ভর্তির জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী বিএসসি ডিগ্রিধারী ছাত্র-ছাত্রীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য নির্ধারিত আবেদনপত্র অনলাইনে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

  • M.Sc. Engg.-এ আবেদনের ক্ষেত্রে বিএসসি কোর্সে নূন্যতম সিজিপিএ-৩.২৫ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে । তবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ -৩.০০ হলেই হবে।

  • M.Engg. প্রোগ্রামে শুধু এই বিভাগ থেকে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।

  • চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৩

  • ভর্তি পরীক্ষা/সাক্ষাৎকার: ১১ সেপ্টেম্বর ২০২৩, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত

  • যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩

  • ভর্তির তারিখ: ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফরম সংগ্রহ ও জমাদানের নির্দেশনা

  • অনলাইনে আবেদন ও ফরম সংগ্রহের জন্য cse.mbstu.ac.bd/mscadmission-এই ঠিকানায় যেতে হবে।

  • ফরম পূরণের পূর্বে নির্ধারিত বিকাশ নম্বরে (01716862814) আবেদন ফি বাবদ এক হাজার টাকা পাঠিয়ে ট্রানজেকশন নম্বরটি সংরক্ষণ করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত ঘরে প্রদান করতে হবে।

  • বিকাশ ট্রানজেকশন সঠিক পাওয়া না গেলে অথবা সরবরাহকৃত তথ্য ভুল প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।

আরো জানতে ভিজিট করুন cse.mbstu.ac.bd