২১. মানচিত্রের উত্পত্তি হয়েছে কেন?
ক. ব্যবসা করতে
খ. যুদ্ধের জন্য
গ. পড়াশোনা করতে
ঘ. ঘরে বসে বিশ্বকে জানতে
২২. ৩৬০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে কী দ্বারা ভাগ করা হয়েছে?
ক. অক্ষাংশ খ. স্থানীয় সময়
গ. মূল মধ্যরেখা ঘ. প্রমাণ সময়
২৩. কিসের ভিত্তিতে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?
ক. দেশের আয়তন
খ. দেশের জনসংখ্যা
গ. জলবায়ুর অবস্থা
ঘ. সাংস্কৃতিক বৈচিত্র্য
২৪. পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
ক. পশ্চিম থেকে পূর্বে
খ. পূর্ব থেকে পশ্চিমে
গ. উত্তর থেকে দক্ষিণে
ঘ. দক্ষিণ থেকে উত্তরে
২৫. ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে ৯০ ডিগ্রি পূর্ব ও ৭০ ডিগ্রি পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক. ১ ঘণ্টা ২০ সেকেন্ড
খ. ১ ঘণ্টা ২০ মিনিট
গ. ১ ঘণ্টা
ঘ. ১ মিনিট ২০ সেকেন্ড
২৬. যুক্তরাষ্ট্রে ৪টি প্রমাণ সময় থাকার যৌক্তিক কারণ কোনটি?
ক. অধিক জনসংখ্যা
খ. সাংস্কৃতিক বৈচিত্র্য
গ. বৃহৎ আয়তন
ঘ. পূর্ব দিকে অবস্থান
২৭. সাংস্কৃতিক মানচিত্রে যে ধরনের বিষয় থাকে–
i. ঐতিহাসিক স্থান
ii. অর্থনৈতিক অবস্থা
iii. রাষ্ট্রের সীমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. জিপিএস দ্বারা যে ধরনের বিষয় জানা যায়-
i. একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ
ii. দ্রাঘিমাংশ
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. জলবায়ুগত মানচিত্রে যেটি সম্পৃক্ত থাকে-
i. বায়ুর চাপ
ii. বৃষ্টিপাত
iii. তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. একটি দেশে একাধিক প্রমাণ সময় হওয়ার কারণ কী?
ক. সময় ঠিক রাখার জন্য
খ. বিদেশিদের জন্য
গ. শিল্পায়নের জন্য
ঘ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.গ ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা