[পূর্ববর্তী লেখার পর]
১. আসমানের তারাকে কবি সাক্ষী মেনেছেন কেন?
ক. রাতে আলো দেয় বলে
খ. কবির খুব পছন্দের জন্য
গ. শাশ্বত অবস্থানের গুরুত্বের জন্য
ঘ. উজ্জ্বলতার কারণে
২. কোথাকার ফুলকে কবি সাক্ষী রাখার কথা বলেছেন?
ক. বাগানের খ. জঙ্গলের
গ. জমিনের ঘ. পুকুরের
৩. ‘আমি কোনো আগন্তুকের নই’ কবিতায় ডুমুরের ডাল দেখতে কেমন?
ক. ঝাঁকড়া খ. মোটা
গ. চিকন ঘ. বাঁকানো
৪. ডুমুরের ডালে কোন পাখি বসে আছে?
ক. মাছরাঙা খ. শালিক
গ. দোয়েল ঘ. টুনটুনি
৫. ‘আমি কোনো আগন্তুক নই’ —কবিতায় মাছরাঙার দৃষ্টি কেমন ছিল?
ক. অস্থির খ. স্থির
গ. ঘোলাটে ঘ. পাংশুটে
৬. কবি যে ভিনদেশি পথিক নন, তা তিনি কীভাবে বলেন?
ক. অনুরোধ করে খ. ঘোষণা করে
গ. কসম করে ঘ. চিৎকার করে
৭. ‘আমি কোনো আগন্তুক নই’—কবিতায় কবি কার নামে শপথ করেছেন?
ক. নবীর খ. পিতা–মাতার
গ. খোদার ঘ. গুরুজনের
৮. মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে?
ক. পাখিরা খ. তারারা
গ. ফুলেরা ঘ. ধানের মঞ্জরি
৯. ‘আমি কোনো আগন্তুক নই’—কবিতায় কবিকে কে চেনে?
ক. নিশি রাইতের খ. আঁধারের
গ. বিকেলের পাখিরা ঘ. স্বজনেরা
১০. ‘আমি কোনো আগন্তুক নই’— কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. ঐতিহ্য সন্ধানী
খ. মায়াবী ও আকর্ষণীয়
গ. জন্মভূমির সঙ্গে সম্পর্ক
ঘ. সীমাবদ্ধ দৃষ্টিকোণ
সঠিক উত্তর
আমি কোনো আগন্তুক নই: ১.গ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.গ ৮.ক ৯.গ ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]